আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জকিগঞ্জ ও কানাইঘাটে বিএনপিকে ঐক্যবদ্ধ করার কাজ শুরু করেছেন সম্ভাব্য এমপি প্রার্থী ও সংযুক্ত আরব আমিরাত বিএনপি’র সভাপতি জাকির হোসাইন। তার আহ্বানে সাড়া দিয়ে এরই মধ্যে বেশির ভাগ বিএনপি’র নেতাকর্মীরা এক কাতারে দাঁড়িয়েছেন। এতে মিলেছে স্বস্তি। সোমবার (১৩ অক্টোবর) এক সংবাদ সম্মেলন করে জাকির হোসাইন বলেছেন- প্রতীক হিসেবে ধানের শীষের অপেক্ষায় সিলেট-৫ আসনের মানুষ। এজন্য দুই উপজেলায় বিভক্ত থাকা বিএনপিকে এক করা হয়েছে। দুই উপজেলার সব নেতাকর্মী ঐক্যবদ্ধ।
তিনি বলেন- বিগত আওয়ামী লীগ সরকার তাকে ‘জঙ্গি অর্থ জোগানদাতা’ হিসেবে আখ্যায়িত করে প্রাণে মেরে ফেলার হুমকি দিয়েছিলো। সব হুমকি মেনে নিয়ে তিনি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নেতৃত্বে মাঠে অবিচল থেকে কাজ করেছেন। শেখ হাসিনার ভিত্তিহীন মিথ্যা এ অভিযোগ আজ পর্যন্ত তিনি প্রমাণ করতে পারেননি এটি ছিল সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত একটি অপপ্রচার। যার লক্ষ্য ছিল তাকে সমাজ ও রাজনীতি থেকে সরিয়ে দেয়া। জাকির বলেন- দেশে ফেরার পর দুটি বিষয় খুবই দুঃখজনক। একটি ছিল দলের ভেতরে নেতায় নেতায় দূরত্ব ও অপরটি হচ্ছে উন্নয়নে পিছিয়ে থাকা। দুটি বিষয়ের মধ্যে বিএনপিকে এক করা তার পক্ষে সহজ হয়েছে। তিনি সিলেট সরকারি কলেজ থেকে ছাত্র রাজনীতি করে আসছেন। ফলে স্থানীয় নেতাকর্মীরা তার আহ্বানে সাড়া দিয়েছেন। ফ্লাইট জটিলতায় মধ্য প্রাচ্যের প্রবাসীরা জটিলতায় পড়েন। এজন্য তিনি সিলেট-দুবাই রুটে ফের দুবাইয়ের ফ্লাইট চালু করার আশ্বাস দেন। আর এমপি নির্বাচিত হলে জকিগঞ্জ ও কানাইঘাটের যোগাযোগ ব্যবস্থার আমুল পরিবর্তন করবেন বলে জানান। এজন্য তিনি ইতিমধ্যে সিলেটের জেলা প্রশাসকের সঙ্গে দেখা করেছেন। সাদা পাথর উদ্ধার করে ভাঙা পাথর জকিগঞ্জ ও কানাইঘাটের সড়ক মেরামতের কাজে লাগানোর জন্য জেলা প্রশাসককে আহ্বান জানিয়েছেন।
Leave a Reply