আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৫ (জকিগঞ্জ-কানাইঘাট) আসনে গণঅধিকার পরিষদ মনোনীত ট্রাক প্রতীকের প্রার্থী হিসাবে যুক্তরাষ্ট্র প্রবাসী তরুণ সমাজসেবক ও সংগঠক মোহাম্মদ শাহনেওয়াজ চৌধুরী রাহাত-এর নাম ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) দুপুর ১২টায় গণঅধিকার পরিষদ দেশের বিভিন্ন আসনে দ্বিতীয় দফায় প্রার্থী তালিকা ঘোষণাকালে সিলেট-৫ আসনের প্রার্থী হিসেবে তাঁর নাম ঘোষণা করা হয়।
জানা যায়, শাহনেওয়াজ চৌধুরী রাহাত-এর বাড়ি জকিগঞ্জ উপজেলার ৯নং মানিকপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের রসুলপুর গ্রামে। ছাত্রজীবন থেকেই তিনি ন্যায়-অধিকার আদায়ের আন্দোলনে সক্রিয়। প্রবাসী হয়েও এলাকার উন্নয়ন, শিক্ষার্থী সহায়তা, চিকিৎসা সহযোগিতা এবং বিভিন্ন সামাজিক উদ্যোগে নিয়মিত অবদান রেখে চলেছেন। তিনি বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ সিলেট জেলার সাবেক সভাপতি ও বর্তমান গণঅধিকার পরিষদ সিলেট জেলা শাখার যুগ্ম সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। সংগঠনের তৃণমূল থেকে উঠে আসা এ তরুণ প্রবাসে থেকেও দীর্ঘদিন ধরে সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে যুক্ত ছিলেন। বিশেষ করে ২০২৪ সালের বৈষম্য বিরোধী আন্দোলনে তার ভূমিকা ছিল অত্যন্ত উল্লেখযোগ্য। প্রবাসে অবস্থান করেও তিনি দেশ-বিদেশের শিক্ষার্থীদের সংগঠিত ও উৎসাহিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন, যা সংগঠনের নেতৃত্বে তাকে আরও দৃঢ় অবস্থানে নিয়ে আসে।
দলীয় সূত্রে জানায়, জনসম্পৃক্ততা, তরুণদের প্রতি ইতিবাচক গ্রহণযোগ্যতা এবং সংগঠনের প্রতি তার দীর্ঘদিনের ত্যাগ ও অবদান বিবেচনা করেই তাকে সিলেট-৫ আসনে প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে। স্থানীয় পর্যায়েও রাহাতের প্রার্থিতা নিয়ে উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে তাদের নেতাকর্মীদের মাঝে।
প্রার্থীতার বিষয়ে জানতে চাইলে শাহনেওয়াজ চৌধুরী রাহাত জানান, জকিগঞ্জ-কানাইঘাটবাসীর ভালোবাসাই আমার শক্তি। আমি উন্নয়ন, ন্যায় ও বৈষম্যহীন সমাজ গড়ার লক্ষ্যে কাজ করতে চাই। জনগণের বিশ্বাস ও সমর্থন নিয়ে সামনে এগিয়ে যেতে চাই।
Leave a Reply