1. admin@zakiganjsangbad.com : admin :
রবিবার, ২৬ অক্টোবর ২০২৫, ০৮:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
সিলেট-৫ আসনে মাওলানা উবায়দুল্লাহ ফারুকের হঠাৎ নির্বাচনী তৎপরতা বৃদ্ধি জকিগঞ্জে জামায়াত প্রার্থী মাওলানা হাফিজ আনওয়ার হোসাইন খানের সমর্থনে গণমিছিল, গণসংযোগ ও লিফলেট বিতরণ শ্যালক সুমন রিমান্ডে নুমান উদ্দিনকে হত্যার দায় শিকার করে সহযোগিদের নাম প্রকাশ করেছে বলে আদালতকে জানিয়েছে পুলিশ ফাহিম আল্ চৌধুরী’র মায়ের মৃত্যুবার্ষিকী উপলক্ষে দান-খয়রাত, খতমে কুরআন ও দোয়া মাহফিল ফলাফলের শীর্ষে বারহাল কলেজ, জিপিএ-৫ বেশী হাফসা কলেজে: জকিগঞ্জে এইচএসসি পরীক্ষায় গড় পাসের হার ৩৯.৪৩ পার্সেন্ট পবিত্র উমরাহ পালনে গিয়েছেন মাওলানা মুফতি আবুল হাসান জকিগঞ্জ পৌরসভা ছাত্র মজলিসের কমিটি গঠন নেতাকর্মীদের উত্তেজিত না হওয়ার পরামর্শ দিলেন সিলেট-৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী চাকসু মামুন জকিগঞ্জের মাদারখালে মাদক দ্রব্য ক্রয়-বিক্রয়, মাদক সেবন, চুরি-ডাকাতি, সমাজ ও রাষ্ট্র বিরোধী কার্যকলাপ বন্ধে উদ্বুদ্ধমূলক সভা অনুষ্ঠিত ব্যবসায়ী নুমান হত্যার ঘটনায় উদ্বেগ ও সুষ্ঠু বিচারের দাবি জানিয়েছে হৃদয়ে জকিগঞ্জ সিলেট

সিলেট-৫ আসনে মাওলানা উবায়দুল্লাহ ফারুকের হঠাৎ নির্বাচনী তৎপরতা বৃদ্ধি

রহমত আলী হেলালী
  • প্রকাশের সময় : শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫

সিলেট-৫ (জকিগঞ্জ-কানাইঘাট) আসনে এতদিন বিএনপি-জামায়াত প্রার্থীদের বিরামহীন তৎপরতা দেখা গেলেও ধীর গতি ছিল জমিয়ত মনোনীত প্রার্থীর। কিন্তু হঠাৎ করেই নির্বাচনী মাঠে তৎপরতা বাড়িয়ে দিয়েছেন জমিয়তে উলামায়ে ইসলামের মনোনীত খেজুর গাছ প্রতীকের প্রার্থী মাওলানা উবায়দুল্লাহ ফারুক। জকিগঞ্জ-কানাইঘাট দুই উপজেলায় লাগাতার কর্মসূচি দিয়ে বসেছেন তিনি। দীর্ঘ দিন থেকে আলোচনায় থাকা মাওলানা উবায়দুল্লাহ ফারুকের হঠাৎ এমন তৎপরতা ভোটের মাঠে নানা আলোচনার জন্ম দিয়েছে। রাজনৈতিক মহলে দেখা দিয়েছে নানা শঙ্কা।
জানা যায়, জমিয়তে উলামায়ে ইসলামের কেন্দ্রীয় সভাপতি ও সিলেট-৫ আসনে জমিয়ত মনোনীত খেজুর গাছ প্রতীকের প্রার্থী শায়খুল হাদীস মাওলানা উবায়দুল্লাহ ফারুক ১৯ অক্টোবর থেকে ৬ নভেম্বর পর্যন্ত জকিগঞ্জ-কানাইঘাটে লাগাতার কর্মসূচি দিয়েছেন। তাঁর দেয়া কর্মসূচির মধ্যে রয়েছে- ১৯ অক্টোবর (রোববার) কানাইঘাট উপজেলার ৫নং বড়চতুল ইউনিয়ন এলাকা, ২০ অক্টোবর (সোমবার) ৯নং রাজাগঞ্জ ইউনিয়ন এলাকা ও জকিগঞ্জ উপজেলার মুনশীবাজার মাদ্রাসা, ২১ অক্টোবর (মঙ্গলবার) ৮নং ঝিঙ্গাবাড়ি ইউনিয়ন এলাকা, ২২ অক্টোবর (বুধবার) ১নং পূর্ব লক্ষিপ্রসাদ পূর্ব ইউনিয়ন এলাকা, ২৪ অক্টোবর (শুক্রবার) কানাইঘাট পৌরসভা এলাকা, মালীগ্রাম বাজার ও দরবস্ত মাদ্রাসা, ২৫ অক্টোবর (শনিবার) কানাইঘাট দলইকান্দি, ২৬ অক্টোবর (রোববার) ৬নং সদর উত্তর ও দক্ষিণ ইউনিয়ন এলাকা, ২৭ অক্টোবর (সোমবার) ৪নং সাতবাক ইউনিয়ন এলাকা ও শিবনগর মাদ্রাসা, ২৯ অক্টোবর (বুধবার) ২নং লক্ষীপ্রসাদ পশ্চিম ইউনিয়ন এলাকা, ৩০ অক্টোবর (বৃহস্পতিবার) জকিগঞ্জ উপজেলার বারঠাকুরী ইউনিয়ন এলাকা ও শরীফগঞ্জ বাজার জনসভা, ৩১ অক্টোবর (শুক্রবার) ৭নং দক্ষিণ বানিগ্রাম ইউনিয়ন এলাকা, ১লা নভেম্বর (শনিবার) জকিগঞ্জ উপজেলার ৯নং মানিকপুর ইউনিয়ন এলাকা ও কালিগঞ্জ বাজারে গণসংযোগ/জনসভা, ২ নভেম্বর (রোববার) ৩নং কাজলসার ইউনিয়ন এলাকা ও চৌধুরী বাজার জনসভা, ৩ নভেম্বর (সোমবার) জকিগঞ্জ সদর ইউনিয়ন এলাকা ও বাবুর বাজার নির্বাচনী শোডাউন, ৪ নভেম্বর (মঙ্গলবার) ১নং বারহাল ইউনিয়ন এলাকা ও ঘাটের বাজারে পথসভা, ৫ নভেম্বর (বুধবার) ২নং বীরশ্রী এলাকা ও সিলেট শহরে মতবিনিময় সভা এবং সর্বশেষ ৬ নভেম্বর (বৃহস্পতিবার) ৮নং কসকনকপুর ইউনিয়ন এলাকা ও ইউনিয়ন অফিস বাজারে জনসভা অনুষ্ঠিত হবে।
ভোটের মাঠে আলোচিত এই প্রার্থীর ১৮ দিনের লাগাতার কর্মসূচিকে ঘিরে চলছে নানা আলোচনা ও বিশ্লেষণ। কেউ বলছেন- বিএনপির শীর্ষ নেতার ইশারায় ভোটের মাঠে তৎপর হয়েছেন মাওলানা উবায়দুল্লাহ ফারুক। আবারও কেউ বলছেন-দলীয়ভাবে নিজ দলের অবস্থান নিজ এলাকায় শক্ত করতে মাঠে নেমেছেন তিনি। কারো মতে-নিজের বিজয় নিশ্চিত করতে তৎপরতা বাড়িয়েছেন তিনি।
এ বিষয়ে জানতে চাইলে মাওলানা উবায়দুল্লাহ ফারুকের নির্বাচন পরিচালনা কমিটির জকিগঞ্জ উপজেলা আহবায়ক মাওলানা বিলাল আহমদ ইমরান বলেন- এটা আমাদের একান্ত দলীয় কর্মসূচি। নির্বাচনী মাঠে কাজের গতি আনতে লাগতার কর্মসূচি দেয়া হয়েছে। তবে আমরা শতভাগ আশাবাদী বিএনপি থেকে জোটের হয়ে এ আসনে নির্বাচন করবেন মাওলানা উবায়দুল্লাহ ফারুক।
নির্বাচন পরিচালনা কমিটির কানাইঘাট উপজেলা আহবায়ক সাবেক চেয়ারম্যান আবুল হোসেন চতুলী বলেন, তিনি তো জমিয়তে উলামায়ে ইসলামের কেন্দ্রীয় সভাপতি। সে কারণে পুরো দেশে সময় দিতে গিয়ে নিজ এলাকায় তেমন একটা সময় দেয়া সম্ভব হয় না। এছাড়াও তিনি একজন শায়খুল হাদীস হওয়ায় নিজ মাদ্রাসায় সময় দিতে হয় নিয়মিত। সম্প্রতি কওমী মাদ্রাসার পরীক্ষায় থাকায় মাদ্রাসা সমূহের পড়ালেখা না থাকার সুযোগে তিনি জকিগঞ্জ-কানাইঘাটে লাগাতার কর্মসূচি দিয়েছেন।
এদিকে সিলেট-৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী নামপ্রকাশে অনিচ্ছুক একাধিক প্রার্থী জানান, বিএনপির শীর্ষ নেতৃত্ব এ আসনটি মাওলানা উবায়দুল্লাহ ফারুককে দিয়েছেন। তবে আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি আসনটি পুনরুদ্ধারের। কেননা এ আসনে বারবার বিএনপির প্রার্থী না থাকায় দলীয় অবস্থান ধরে রাখা সম্ভব হচ্ছেনা। আমরা এবারের নির্বাচনে আসনটি উদ্ধারে তৎপরতা চালাচ্ছি।
তবে সব কিছুর পরে এ আসনে বিএনপি জোটের হয়ে নির্বাচন করতে পারেন মাওলানা উবায়দুল্লাহ ফারুক। এমনটাই মনে করছেন জমিয়তে উলামায়ে ইসলামের নেতাকর্মী ও সাধারণ ভোটাররা। এ কারণে মাঠপর্যায়ে জমিয়তের প্রচারণা এখন বেশ সক্রিয় ও সংগঠিত। তৃণমূল কর্মীদের উচ্ছ্বাস, তরুণ প্রজন্মের সম্পৃক্ততা এবং প্রচারণায় শৃঙ্খলা দলটিকে নতুন আত্মবিশ্বাস দিয়েছে।
উল্লেখ্য যে, মাওলানা উবায়দুল্লাহ ফারুক ২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৫ (জকিগঞ্জ-কানাইঘাট) আসন থেকে জমিয়ত থেকে দলীয় ব্যানারে নির্বাচন করে তেমন একটা সুবিধা করতে পারেননি। তবে ২০১৮ সালের নির্বাচনে ঐক্যফ্রন্টের প্রার্থী হিসেবে একই আসনে ধানের শীষ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করে ভালো অবস্থান তৈরি করেছিলেন। এবারও বিএনপির সমর্থন নিয়ে নির্বাচন করলে তিনি বিজয়ী হবেন বলে মনে করছেন জমিয়ত নেতাকর্মীরা।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
জকিগঞ্জ সংবাদ-এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
প্রতিষ্ঠাতা: রহমত আলী হেলালী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট