1. admin@zakiganjsangbad.com : admin :
শনিবার, ০২ অগাস্ট ২০২৫, ১০:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
সিলেটে ফিরে বিএনপি নেতাকর্মীদের ভালোবাসায় সিক্ত হলেন জাকির হোসাইন জকিগঞ্জে তিন লক্ষাধিক মানুষের চিকিৎসা সেবা দিচ্ছেন মাত্র তিনজন চিকিৎসক! জকিগঞ্জে সিএনজি শ্রমিকদের সাথে ইসলামী আন্দোলনের মতবিনিময় ঢাকায় বিমান দুর্ঘটনায় নিহত ও আহতদের স্মরণে জকিগঞ্জে আলোচনা সভা ও দোয়া মাহফিল জকিগঞ্জে প্রবাসী মাজহারুল ইসলাম জুয়েল-এর ব্যতিক্রমধর্মী উদ্যোগ জকিগঞ্জের সুলতানপুর ইউপি আওয়ামী লীগ সভাপতি ও সাধারণ সম্পাদক কারাগারে জকিগঞ্জের গোটারগ্রাম পয়েন্ট এখন সিসি ক্যামেরার আওতায়! জকিগঞ্জের বীরশ্রীতে হাজী আব্দুল হক ট্রাস্টের বৃত্তি প্রদান অনুষ্ঠান সম্পন্ন জকিগঞ্জী চাচার খোলা চিঠি জকিগঞ্জের রহিমপুর পাম্প হাউস চালু করা সময়ের দাবী

সিলেট-৫: আসন পুনরুদ্ধারে ইসলামী দলগুলোর তৎপরতা

রহমত আলী হেলালী
  • প্রকাশের সময় : শুক্রবার, ১ আগস্ট, ২০২৫
  • ৯৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে সিলেট-৫ (জকিগঞ্জ-কানাইঘাট) আসনে বিভিন্ন ইসলামী রাজনৈতিক দল নড়াচড়ে উঠেছে। সারাদেশের ন্যায় রাতারাতি নির্বাচনি ট্রেনে উঠে পড়েছেন সিলেট-৫ আসনে ইসলামী দলের প্রার্থীরা। আসন পুনরুদ্ধারে ইতিমধ্যে একে একে ইসলামী দলগুলো নিজেদের একক প্রার্থী ঘোষণা করেছে। স্মরণকালের ঐতিহাসিক ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিজ নিজ দলের প্রার্থীর বিজয় নিশ্চিত করতে এখন থেকেই দৌড়ঝাঁপ শুরু করেছেন বিভিন্ন ইসলামী রাজনৈতিক দলের নেতাকর্মীরা। বিএনপি’র এক ডজন সম্ভাব্য প্রার্থী ছাড়াও গণতন্ত্রকামী নির্বাচনমুখী সব ইসলামী দলের সম্ভাব্য প্রার্থী অভূতপূর্ব এই নির্বাচনি উৎসবে যোগ দিতে মাঠে নেমে পড়েছেন। জকিগঞ্জ-কানাইঘাটের জনগুরুত্বপূর্ণ সমস্যা চিহ্নিত করে নেতাকর্মীদের নিয়ে সভা, সমাবেশ, মানববন্ধন ও প্রশাসনের সাথে মতবিনিময় করছেন। ইসলামী দলগুলোর একক প্রার্থী হওয়ায় দলীয় নেতাকর্মীদের সহযোগিতায় পুরোদমে নির্বাচনী প্রস্তুতি চলছে। ফেসবুকসহ সোশ্যাল মিডিয়ায় নিজেদের প্রার্থীর প্রচার-প্রচারণায় বেশ এগিয়ে ইসলামী দলগুলোর কর্মী সমর্থকরা।
জানা যায়, সিলেট-৫ (জকিগঞ্জ-কানাইঘাট) আসনটি ইসলামী দলগুলোর জন্য উর্বর হিসেবে পুরো দেশ জুড়ে ব্যাপক পরিচিত। এ আসনে বিগত বিভিন্ন নির্বাচনে আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টি প্রার্থীদের সাথে তুমুল প্রতিযোগিতা করেছেন ইসলামী দলের প্রার্থীরা। শুধু প্রতিযোগিতা নয়, বিভিন্ন জাতীয় নির্বাচনে বিজয়ী হয়ে রেকর্ড সৃষ্টি করেছন বেশ ক’জন ইসলামী দলের কেন্দ্রীয় নেতা। জমিয়ত নেতা আল্লামা মোশাহীদ বায়মপুরী (রহ.), খেলাফত মজলিস নেতা মাওলানা উবায়দুল হক উজিরপুরী (রহ.) ও জামায়াত নেতা অধ্যক্ষ মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরী এ আসন থেকে বিভিন্ন জাতীয় নির্বাচনে বিজয়ী হয়েছেন। সর্বশেষ বিগত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে শেখ হাসিনা’র ডামি নির্বাচনেও এ আসন থেকে স্বতন্ত্র নির্বাচন করে বিজয়ী হয়েছিলেন অরাজনৈতিক দল বাংলাদেশ আনজুমানে আল-ইসলাহ’র কেন্দ্রীয় সভাপতি মাওলানা হুছামুদ্দিন চৌধুরী ফুলতলী। ফলে এ আসনটি সব সময় ইসলামী দলের অনুকুলে রয়েছে বলে সবার জানা।
সরেজমিন ঘুরে জানা যায়, ২০২৪ সালর ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর মাঠের ভোট ও রাজনীতিতে নতুন সমীকরণ সৃষ্টি হয়েছে। জামায়াতে ইসলামী, খেলাফত মজলিস, জমিয়তে উলামায়ে ইসলাম ও ইসলামী আন্দোলন আলেমদের হারানো আসনটি পুনরুদ্ধারে তৎপর হয়ে উঠেছেন। এ আসন থেকে ২০০১ সালে জামায়াতে ইসলামীর মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরী, ১৯৯১ সালে ইসলামী ঐক্যজোট মনোনীত খেলাফত মজলিসের মাওলানা উবায়দুল হক উজিরপুরী (রহ.) ও ১৯৬২ সালে পাকিস্তান আমলে জমিয়তে উলামায়ে ইসলামের আল্লামা মোশাহীদ বায়মপুরী (রহ.) নির্বাচিত হয়েছিলেন। ফলে সম্ভাবনাময় নতুন বাংলাদেশের আগামী নির্বাচনে জামায়াতে ইসলামী, খেলাফত মজলিস ও জমিয়তে উলামায়ে ইসলাম সিলেট-৫ আসন নিজেদের দখলে নিতে তৎপর। অন্যদিকে দেশের আলোচিত ও সম্ভাবনাময় তরুণ আলেম কানাইঘাটের সন্তান মাওলানা মুফতি রেজাউল করিম আবরারকে নিয়ে নতুন করে স্বপ্ন দেখছেন ইসলামী আন্দোলনের নেতাকর্মীরা। পাশাপাশি বর্ষিয়ান রাজনীতিবীদ মাওলানা রেজাউল করীম জালালীকে প্রার্থী ঘোষণা করেছে বাংলাদেশ খেলাফত মজলিস।
সূত্রে জানা যায়, আলেম-ওলামা ও পীর মাশায়েখ অধ্যুষিত জকিগঞ্জ-কানাইঘাট আসন ধরে রাখতে প্রতিটি ইসলামী সংগঠন দলীয় ভোটের পাশাপাশি ব্যক্তি ইমেজে যে প্রার্থী সর্বস্তরের ভোটারের কাছে পৌঁছাতে পারবেন তাকেই দলীয় প্রার্থী মনোনীত করেছেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এ আসনে জামায়াতে ইসলামী মনোনীত দাঁড়িপাল্লার প্রার্থী হচ্ছেন সিলেট জেলা জামায়াতে ইসলামীর নায়বে আমীর হাফিজ মাওলানা আনওয়ার হোসাইন খাঁন। অত্যন্ত ধার্মিক ও আলেম পরিবারে বেড়ে উঠা এই প্রার্থী দলীয় পরিচয়ের বাহিরেও পারিবারিক কারণে নিজ এলাকায় জনপ্রিয়। জামায়াতের সাবেক এমপি মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরী অসুস্থ হওয়ার পর থেকে প্রায় ৮/১০ বছর ধরে তিনি এ দুই উপজেলার বিয়ে-শাদী ও জানাজাসহ সকল সামাজিক অনুষ্ঠানে অংশ নিয়ে আসছেন। গত বছরের ৫ আগস্টের পর থেকে তিনি জামায়াত-শিবিরের প্রতিটি সভা-সমাবেশে অংশ নেয়ার পাশাপাশি দুই উপজেলার সমস্যাগুলো চিহ্নিত করে দাবী আদায়ে মাঠে ময়দানে সোচ্চার রয়েছেন। জকিগঞ্জের সাম্প্রতিক বন্যায় নিজ দলীয় নেতাকর্মীদের নিয়ে বন্যা কবলিত ও ক্ষতিগ্রস্ত মানুষের পাঁশে দাঁড়ানোর বিষয়টি জনগণের নজর কাড়ে। ফলে প্রার্থী হিসেবে জামায়াত মনোনীত আনওয়ার হোসাইন খাঁন এখন অনেক শক্তিশালী।
জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুক-এর বাড়ি এ আসনের কানাইঘাটে। তিনি এ আসন থেকে দলীয় প্রতীক খেজুরগাছ নিয়ে ২০০৮ সালে নির্বাচন করেছেন। ২০১৮ সালে ২৩দলীয় জোটের প্রার্থী হয়ে এ আসন থেকে লড়েছেন। ২০০৮ সালে দলীয়ভাবে নির্বাচনে তিনি ৮ হাজার ৭৭৮টি ভোট পেলেও ২০১৮ সালে জোটগত নির্বাচনে মাত্র ২/৩ ঘন্টার শান্তিপূর্ণ ভোটে ৮৬ হাজার ১৫১টি ভোট পেয়েছেন। যার কারণে জমিয়তে উলামায়ে ইসলাম এবার সিলেট-৫ আসন নিজেদের মনে করে কাজ চালিয়ে যাচ্ছে। নিজ দলের প্রধানকে এই আসনে বিজয়ী করতে সর্বোচ্চ ত্যাগ স্বীকারে প্রস্তুত জমিয়ত নেতাকর্মীরা। জকিগঞ্জের সাম্প্রতিক বন্যায় নেতাকর্মীরা বন্যা কবলিত বিভিন্ন এলাকায় মাওলানা উবায়দুল্লাহ ফারুককে নিয়ে ঘুরেছেন এবং প্রশাসনের সাথে বৈঠক করেছেন। বিগত ৩ জুলাই জকিগঞ্জের নদী ভাঙন রোধ ও গ্যাস সংযোগের দাবিতে জকিগঞ্জ শহরের এম এ হক চত্বরে বিশাল গণজামায়েত করেছে জমিয়ত নেতাকর্মীরা। ওইদিন নেতাকর্মীরা বিশাল শোডাউন করে নিজেদের প্রার্থী মাওলানা উবায়দুল্লাহ ফারুক কাসেমীকে বরণ করে নেন।
এ আসনে খেলাফত মজলিস মনোনীত দেয়াল ঘড়ির প্রার্থী হিসাবে পূর্ব সিলেটের জনপ্রিয় আলেম ও ইসলামী বক্তা হাফিজ মাওলানা মুফতি আবুল হাসানকে ঘোষণা করা হয়েছে। রাজনৈতিক মাঠে তেমন একটা সরব না হলেও ব্যক্তি ইমেজে জকিগঞ্জ-কানাইঘাটের সর্বমহলে তিনি অত্যন্ত পরিচ্ছন্ন জনপ্রিয় ব্যক্তি। তাঁর নিজস্ব ইমেজকে সামনে রেখে খেলাফত মজলিস নিজ দলীয় অনেক ত্যাগী নেতাকে প্রার্থী না করে আসন পুনরুদ্ধারে মুফতি আবুল হাসানকে প্রার্থী করছে। জকিগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মুফতি আবুল হাসান দীর্ঘদিন থেকে ইমামতি ও অধ্যাপনার পাশাপাশি জকিগঞ্জের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে জড়িত রয়েছেন। সম্প্রতি জনদাবী আদায় পরিষদের ব্যানারে জকিগঞ্জের ঘন ঘন বন্যা ও নদী ভাঙনসহ বিভিন্ন দাবী-দাওয়া নিয়ে মাঠে ময়দানে সোচ্চার রয়েছেন।
জকিগঞ্জ-কানাইঘাটের আলেম-ওলামা ছাড়াও জনসাধারণের মাঝেও তাঁর একটি নিজস্ব ভোট ব্যাংক রয়েছে বলেও অনেকের অভিমত। এ কারণে মুফতি আবুল হাসান সিলেট-৫ আসনে ভোটের মাঠে এখন অনেক শক্তিশালী প্রার্থী। ইসলামী চিন্তাবিদ হিসাবে একুশে পদকপ্রাপ্ত এই আলেমকে ঘিরে ভোটারদের মধ্যে ব্যাপক আগ্রহের সৃষ্টি হয়েছে। স্থানীয় খেলাফত মজলিস নেতাকর্মীরা এখন মুফতি আবুল হাসানের বিজয় নিশ্চিত করতে ব্যাপক তৎপরতা শুরু করেছেন। এখন থেকে নেতাকর্মীরা দেয়াল ঘড়ি প্রতীকের দাওয়াত জকিগঞ্জ-কানাইঘাটের প্রতিটি ঘরে ঘরে পৌছে দিতে অঙ্গীকার করেছেন।
এছাড়াও এ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের সম্ভাব্য হাতপাখা প্রতীকের প্রার্থী হিসাবে দেশের আলোচিত তরুণ আলেম জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মাওলানা মুফতি রেজাউল করিম আবরারের নাম শোনা যাচ্ছে। এ আসনে বিগত সময়ে ইসলামী আন্দোলনের খুব একটা ভালো অবস্থান না থাকলেও ছাত্রজনতার গণঅভ্যূত্থানের পর থেকে ভালো একটি অবস্থান তৈরি করতে সক্ষম হয়েছে দলটি। সম্প্রতি জকিগঞ্জ-কানাইঘাট দুই উপজেলায় তরুণ আলেম মাওলানা মুফতি রেজাউল করিম আবরারকে নিয়ে সমাবেশ করেছে ইসলামী আন্দোলন। বিগত ২/৩ দিন থেকে তিনি নিজ নির্বাচনী আসনে দলীয় নেতাকর্মীর সাথে মতবিনিময় ও এলাকায় গণসংযোগ করেছেন বলেও জানা যায়। এ আসনে মুফতি রেজাউল করিম আবরার নির্বাচনে প্রার্থী হলে নিজের ব্যক্তি ইমেজ ও পারিবারিক পরিচিতির কারণে শক্ত একটি অবস্থান তৈরি করতে পারবেন বলে ভোটারদের ধারণা।
তাছাড়াও এ আসনে বাংলাদেশ খেলফত মজলিসের কেন্দ্রীয় নায়বে আমীর মাওলানা রেজাউল করীম জালালীকে প্রার্থী ঘোষণা করা হয়েছে। বর্তমানে এ আসনে বাংলাদেশ খেলাফত মজলিসের তৎপরতা চোখে পড়ার মতো না হলেও একজন প্রবীণ ও বর্ষিয়ান রাজনীতিবীদ হিসাবে মাওলানা রেজাউল করীম জালালী’র বেশ পরিচিতি রয়েছে। প্রার্থীদের মধ্যে জকিগঞ্জের দাবী-দাওয়া আদায়ের আন্দোলনে তাঁর অবদান দীর্ঘদিনের। তবে দলীয়ভাবে একক নির্বাচন করে তেমন কোন ভালো ফলাফল অর্জন করতে পারবেন না বলে সাধারণ ভোটারদের ধারণা।
সিলেট-৫ আসনের সাধারণ ভোটাররা জানান, জকিগঞ্জ-কানাইঘাট ইসলাম প্রিয় মানুষের আসন। এ আসন থেকে বারবার আলেমগণ নির্বাচিত হয়েছেন। আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টির প্রার্থীদের সাথে বিভিন্ন নির্বাচনে তুমুল প্রতিযোগিতা করেছেন। তারপরও ইসলামী দলগুলো পৃথক পৃথক প্রার্থী দিলে সবার ভরাডুবি হবে। নতুন প্রজন্ম বিগত ৫ আগস্টের পর থেকে এখন আর ইসলামী দলগুলোর অনৈক্য দেখতে চায় না। ফলে ইসলামের পক্ষে একটিমাত্র ভোট বক্স না পেলে নতুন প্রজন্ম বিকল্প চিন্তা করবে।
ভোটারদের মতে, এ আসনে জামায়াতে ইসলামী, খেলাফত মজলিস, জমিয়তে উলামায়ে ইসলাম, ইসলামী আন্দোলন, বাংলাদেশ খেলাফত মজলিস ও ফুলতলী পীর ছাহেবের দল আল-ইসলাহ্ ঐক্যবদ্ধ হয়ে একক প্রার্থী দিলে বিজয় কেউ আটকানোর সুযোগ নেই। তাই আলেমরা এই আসন পুনরুদ্ধার করতে হলে অবশ্যই সবাই একক ভোট বক্স দিতে হবে।
এদিকে নির্বাচনের প্রস্তুতির বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী হাফিজ মাওলানা আনওয়ার হোসাইন খান বলেন, আমি আমার সংগঠন থেকে ইঙ্গিত পেয়ে ২০২২ সাল থেকে আমার নির্বাচনী এলাকায় রাতদিন নিরলসভাবে কাজ চালিয়ে যাচ্ছি। নির্বাচনের জন্য আমি সম্পূর্ণরূপে প্রস্তুত। জনগণের নিকট থেকেও আমি ব্যাপক সাড়া পাচ্ছি। কেউ আজ পর্যন্ত আমি নির্বাচন না করলে ভালো হবে এমনটা বলেন নি।
জমিয়তে উলামায়ে ইসলাম মনোনীত প্রার্থী মাওলানা উবায়দুল্লাহ ফারুক কাসিমী বলেন, আমার দল আমাকে মনোনয়ন দিলে আমি নির্বাচন করবো। আমাদের তেমন একটা প্রস্তুতির প্রয়োজন হয়না। আমরা লিল্লাহ নির্বাচন করি। তিনি বিগত সময়ের চেয়েও বর্তমানে বেশী সাড়া পাচ্ছেন বলেও মন্তব্য করেন।
খেলাফত মজলিস মনোনীত সম্ভাব্য প্রার্থী জকিগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মুফতি আবুল হাসান বলেন, ইসলামী দলগুলোর পক্ষে একক ভোট বক্স থাকা এখন সময়ের দাবী। ইসলামী দলগুলো জোটবদ্ধ নির্বাচন করলে জকিগঞ্জ-কানাইঘাটের উন্নয়নের লক্ষে এবং ইসলামী খেদমতের পরিধি বাড়াতে আমি এ আসন থেকে নির্বাচনে অংশ নেয়ার ইচ্ছা রয়েছে। জোটবদ্ধ নির্বাচনে আমাকে না দিয়ে অন্য কোন প্রার্থীকেও যদি ইসলামী জোটের প্রার্থী দেয়া হয়, আমি সেই প্রার্থীর পক্ষে কাজ করবো।
বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত রিকশা প্রতীকের প্রার্থী মাওলানা রেজাউল করিম জালালী জানান, আমাকে বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী ঘোষণা করা হয়েছে। আমীরে খেলাফত নির্দেশ দিলে আমি সিলেট-৫ আসন থেকে নির্বাচন করবো।
অপরদিকে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত সম্ভাব্য প্রার্থী মাওলানা রেজাউল করিম আবরার-এর মোবাইল ফোনে বারবার যোগাযোগ করে পাওয়া যায়নি।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
জকিগঞ্জ সংবাদ-এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
প্রতিষ্ঠাতা: রহমত আলী হেলালী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট