২৫শে মার্চ গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা করেছে জকিগঞ্জ উপজেলা প্রশাসন। এ উপলক্ষে শুক্রবার (২৫শে মার্চ) সকালে জকিগঞ্জ উপজেলা অডিটোরিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জকিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সুমী আক্তার-এর সভাপতিত্বে ও সিএ আব্দুল ফাত্তাহ-এর পরিচালনায় এতে বক্তব্য রাখেন জকিগঞ্জ উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান মাজেদা রওশন শ্যামলী, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পল্লব হোম দাস, জকিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা মোস্তাকিম হায়দার, জকিগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার বীরমুক্তিযোদ্ধা হাজী খলিল উদ্দিন, জকিগঞ্জ উপজেলা প্রকৌশলী মনসুরুল হক, উপজেলা শিক্ষা অফিসার নাজনীন সুলতানা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আতাউর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুস ছালাম, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শেখ মোঃ ফরিদ মিয়া, জকিগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সুমন চন্দ্র সরকার, জকিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক এম.এ.জি. বাবর, জকিগঞ্জ উপজেলা কৃষকলীগের সভাপতি মোঃ আব্দুল আহাদ, জকিগঞ্জ প্রবাসী ঐক্য পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ ফজলুর রহমান ও জকিগঞ্জ উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি বাবর হোসাইন চৌধুরী প্রমূখ।
Leave a Reply