জকিগঞ্জের সোনাসারে বিশাল আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল করেছে ৭নং বারঠাকুরী ইউনিয়ন জাতীয় পার্টি। এ উপলক্ষে বৃহস্পতিবার (২১ এপ্রিল) বিকেলে স্থানীয় সৌদিয়া কমিউনিটি সেন্টারে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
৭নং বারঠাকুরী ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি আব্দুল মুকিত মুকুল-এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ময়নুল ইসলাম মনুর পরিচালনায় আয়োজিত আলোচনা সভায় শুরুতে পবিত্র ক্বোরআন তেলাওয়াত করেন মাওলানা আব্দুল হালিম।
প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় পার্টির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও জকিগঞ্জ উপজেলা জাতীয় পার্টির আহবায়ক আলহাজ্ব শাব্বীর আহমদ।
প্রধান বক্তার বক্তব্য রাখেন সিলেট জেলা জাতীয় পার্টির আহবায়ক বর্ষিয়ান রাজনীতিবীদ আলহাজ্ব কুনু মিয়া।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন জাতীয় পার্টির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও সিলেট জেলা জাতীয় পার্টির সদস্য সচিব মোহাম্মদ সাইফুদ্দিন খালেদ, জকিগঞ্জ উপজেলা জাতীয় পার্টির সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ নাজমুল ইসলাম, সিলেট জেলা জাতীয় যুব সংহতির সাধারণ সম্পাদক মর্তুজা আহমদ চৌধুরী, জকিগঞ্জ উপজেলা জাতীয় পার্টির সদস্য সচিব হেলাল উদ্দিন লস্কর, জকিগঞ্জ উপজেলা জাতীয় পার্টি নেতা মুহিবুর রহমান ও জকিগঞ্জ উপজেলা জাতীয় যুব সংহতির আহবায়ক আলী হোসেন।
বিভিন্ন দিক নির্দশনামূলক বক্তব্য রাখেন সিলেট জেলা জাতীয় পার্টির সাবেক ভারপ্রাপ্ত আহবায়ক হুমায়ুন কবীর চৌধুরী শাহীন, জকিগঞ্জ পৌরসভার সাবেক মেয়র ও জাতীয় পার্টি নেতা আব্দুল মালেক ফারুক, উপজেলা জাতীয় পার্টির সাবেক সাধারণ সম্পাদক মোস্তফা উদ্দিন মেম্বার, উপজেলা জাতীয় পার্টি নেতা আব্দুস সাত্তার মঈন, উপজেলা জাতীয় যুব সংহতির সদস্য সচিব সালেহ আহমদ সাবু, উপজেলা জাতীয় যুব সংহতির নেতা হাসানুল আলম হাসনু ও উপজেলা ছাত্র সমাজের সাধারণ সম্পাদক আজমল হোসেন প্রমৃখ।
আলোচনা সভা শেষে মাওলানা আব্দুল হালিমের দোয়া ও মোনাজাতের মাধ্যমে সভার কাজ সমাপ্ত করা হয়।
Leave a Reply