সিলেটের জকিগঞ্জে উপজেলা নির্বাহী অফিসার হিসাবে যোগদান করেছেন লক্ষীপুর পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা এ.কে.এম. ফয়সাল। অপরদিকে জকিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সুমী আক্তার বদলী হয়ে সিনিয়র সহকারী প্রধান হিসাবে পরিকল্পনা কমিশনে যোগ দিচ্ছেন।
জানা যায়, জকিগঞ্জের নতুন উপজেলা নির্বাহী অফিসার এ.কে.এম. ফয়সাল ৩৪ তম বিসিএস প্রশাসন ক্যাডারভুক্ত হয়ে ২০১৬ সালে চাকুরীতে যোগদান করে সহকারী কমিশনার (ভূমি) হিসাবে কুমিল্লা আদর্শ সদর উপজেলায় দায়িত্ব পালন করেন। পরবর্তীতে তিনি ভূমি অধিগ্রহণ কর্মকর্তা হিসাবে লক্ষীপুর জেলায় দায়িত্ব পালন করেন।
তাঁর গ্রামের বাড়ি মৌলভীবাজার জেলার সদর উপজেলায়।
বৃহস্পতিবার (২৯ এপ্রিল) দুপুরে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসার সুমী আক্তারের নিকট থেকে নতুন উপজেলা নির্বাহী অফিসার এ.কে.এম. ফয়সাল দায়িত্বভার গ্রহণ করেন। তিনি যোগদানের পর তাকে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসার সুমী আক্তার, উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ নেতৃবৃন্দ ও রাজনৈতিক নেতৃবৃন্দ ফুলের তোড়া দিয়ে বরণ করেন।
Leave a Reply