জকিগঞ্জ উপজেলার ৯নং মানিকপুর ইউনিয়ন-এর কালিগঞ্জ বাজারের পশ্চিমে ট্রাক চাঁপায় নিহত হয়েছেন ওমান ফেরত প্রবাসী রফিকুন নুর (৫০)। বুধবার (১১ মে) বিকাল ৫টা ৩০ মিনিটের দিকে জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারের পশ্চিমে জান্নাত পার্কের একটু সামনে জকিগঞ্জ-সিলেট সড়কে মর্মান্তিক এ দূর্ঘটনা ঘটে।
নিহত রফিকুন নুর জকিগঞ্জ উপজেলার ৭নং বারঠাকুরী ইউনিয়ন-এর বারঠাকুরী গ্রামের মৃত ইস্কন্দর আলীর ছেলে। তিনি দীর্ঘদিন থেকে স্ত্রীর সীমান্তিকে চাকুরীর সুবাদে কালিগঞ্জ বাজারের পার্শ্ববর্তী একটি বাসায় স্ব-পরিবারে বসবাস করতেন।
স্থানীয়রা জানান, বুধবার বিকেলে রফিকুন নুর একটি বাইসাইকেল নিয়ে বাসার দিকে যাওয়ার পথে আটগ্রামগামী একটি ট্রাক রং সাইডে এসে তাকে চাঁপা দিলে ঘটনাস্থলে তিনি মারা যান। তাৎক্ষণিক লোকজন ট্রাকটি আটক করলেও ঘাতক ট্রাক ড্রাইভার পালিয়ে যায়।
খবর পেয়ে জকিগঞ্জ থানার এসআই মোহন রায় একদল পুলিশ নিয়ে ঘটনাস্থলে এসে লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এম.এ.জি.ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়। পুলিশ ঘাতক ট্রাকটি জব্দ করে থানায় নিয়ে যাওয়া হয়েছে।
এ বিষয়ে ঘটনাস্থল থেকে জকিগঞ্জ থানার এসআই মোহন রায় জানান, নিহত রফিক বাইসাইকেলে চালিয়ে যাওয়ার পথে একটি ট্রাক তাঁকে চাঁপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। তিনি বলেন, ঘটনার পর ট্রাক চালক পালিয়ে গেছে। লাশ ও ঘাতক ট্রাক পুলিশ হেফাজতে নেয়া হয়েছে।
জকিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ মোশাররফ হোসেন জানান, নিহতের পরিবারের সাথে যোগাযোগ করা হয়েছে। ট্রাক চালককে আটক করতে পুলিশের একাধিক টিম কাজ চালিয়ে যাচ্ছে।
Leave a Reply