জকিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মোশাররফ হোসেন বলেন, পুলিশ মানবতার সেবায় কাজ করে জনগণের কাছে বিশ্বাস ও আস্থা অর্জন করেছে। রাষ্ট্র পুলিশকে জনগণের সেবার জন্যই নিয়োজিত করেছে। পুলিশ আইন শৃংখলা উন্নয়ন ও অপরাধ দমনের পাশাপাশি মানবতার সেবায় কাজ করেও জনগণের পাশে আছে এবং থাকবে। ইতিমধ্যেই সারাদেশে করোনা মোকাবেলায় পুলিশের ভূমিকা জনগনের কাছে প্রশংশিত হয়েছে।’ বর্তমানে সিলেটের ভয়াবহ বন্যায় অতিতের সেই ধারাবাহিকতায় সিলেট জেলার মাননীয় পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম স্যারের আন্তরিক প্রচেষ্টায় ও বসুন্ধরা গ্রুপের সার্বিক ব্যবস্থাপনায় মানবিক দিক বিবেচনা করে সিলেট জেলা পুলিশ নিজেদের স্বাদ ও সাধ্যের ভিতরে মানুষের পাঁশে দাঁড়িয়েছে। তাই আমি স্পষ্ট ভাষায় বলতে পারি, পুলিশ যে কোন পরিস্থিতিতে জনগণের পাঁশে আছে।
মঙ্গলবার (৩১ মে) বিকেলে জকিগঞ্জ উপজেলার ২নং বীরশ্রী ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে সিলেট জেলা পুলিশের উদ্যোগে ও বসুন্ধরা গ্রুপের সৌজন্যে বন্যায় ক্ষতিগ্রস্থদের মধ্যে ত্রাণ বিতরণী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
এ সময় উপস্থিত ছিলেন ২নং বীরশ্রী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ আব্দুস সাত্তার, জকিগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) সুমন চন্দ্র সরকার ও ২নং বীরশ্রী ইউনিয়নের বিট অফিসার এসআই নুরজামাল সহ স্থানীয় ইউনিয়ন পরিষদে সদস্য, পুলিশ সদস্য ও বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
Leave a Reply