সিলেটের জকিগঞ্জ থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে ২৭ বোতল ভারতীয় অফিসার চয়েজ মদসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন জকিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মোশাররফ হোসেন।
শনিবার (২২ অক্টোবর) বিকেলে জকিগঞ্জ উপজেলার ৯নং মানিকপুর ইউনিয়নের খলাদাফনিয়া গ্রাম থেকে ২৭ বোতল ভারতীয় অফিসার চয়েজ মদসহ তাকে আটক করা হয়। আটক শাহ আলম (১৯) স্থানীয় খলাদাফনিয়া গ্রামের মতিউর রহমান-এর ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, জকিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জাকির হোসাইন-এর দিক নির্দেশনায় ও জকিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মোশাররফ হোসেন-এর সার্বিক তত্ত্বাবধায়ক এ অভিযানে নেতৃত্ব দেন জকিগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) উজায়ের আল মাহমুদ আদনান।
জকিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মোশাররফ হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, আটক ব্যক্তির বিরুদ্ধে প্রচলিত মাদক আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে।
Leave a Reply