জকিগঞ্জ পৌর এলাকার নরসিংহপুর এলাকা এক হাজার পিস ইয়াবা সহ ১জনকে আটক করেছে জকিগঞ্জ থানা পুলিশ।
শুক্রবার (০২ নভেম্বর) জকিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মোশাররফ হোসেনের নেতৃত্বে একদল পুলিশ এ অভিযান পরিচালনা করেন।
অভিযানে অংশ নেন জকিগঞ্জ থানার এসআই সামছুল হক সুমন, এসআই রিপন চন্দ্র দাস, এএসআই রেজুয়ান আলী মোল্লা, কং নাসির উদ্দীন ও কং নাইমুল ইসলাম।
জানা যায়, জকিগঞ্জ পৌরসভাস্থ নরসিংহপুর থেকে ১.০০০ ( এক হাজার) পিস ইয়াবা আটক করা হয়। এ সময় স্থানীয় নরসিংহপুর গ্রামের মৃত আব্দুল লতিফের ছেলে মোঃ সোহেল আহমদ (৩২) কে আটক করে পুলিশ।
বিষয়টির সত্যতা স্বীকার করে জকিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মোশাররফ হোসেন বলেন, এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
Leave a Reply