শীত মৌসুমে চুঙ্গা পিঠা জকিগঞ্জীদের ঐতিহ্যবাহী খাবার। চুঙ্গায় যেন জকিগঞ্জীরা অনুভব করেন গ্রামের মায়া ও মাটির ঘ্রাণ। শুধু জকিগঞ্জ নয়, পুরো সিলেট জুড়েই শীতকালীন পিঠা হিসেবে চুঙ্গাপীঠার কদর আলাদা। এক সময় পুরো শীত মৌসুমেই সিলেট অঞ্চলে চুঙ্গাপুড়া উৎসবের আয়োজন করা হতো। সময়ের ব্যবধানে সেই উৎসবটি হারিয়ে যেতে লাগলেও অনেকেই ধরে রাখার চেষ্টা করছেন। যুক্তরাজ্য ভিত্তিক জকিগঞ্জীদের বৃহৎ সংগঠন জকিগঞ্জ এসোসিয়েশন ইউকের সাধারণ সম্পাদক মোঃ আবুল হোসাইন চুঙ্গাপুড়া’র সেই ঐতিহ্য ধরে রাখতে প্রতি বছর চুঙ্গাপুড়া উৎসবের আয়োজন করে থাকেন।
সেই ধারাবাহিকতায় শুক্রবার (৩ ফেব্রুয়ারি) রাতে সিলেট নগরীর উত্তর বালুচর নিজ বাসায় ঐতিহ্যবাহী চুঙ্গাপুড়া উৎসবের আয়োজন করেন।
সিলেট অঞ্চলের ঐতিহ্যবাহী এ উৎসবে উপস্থিত ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, লন্ডন বার্কিং ও ডেগেনহাম বারা কাউন্সিলের মেয়র ফারুক চৌধুরী, লন্ডনের বারা ক্রয়ডন কাউন্সিলের সাবেক মেয়র ও জকিগঞ্জ এসোসিয়েশন ইউকের সভাপতি শেরওয়ান চৌধুরী, সিলেট রেঞ্জ ডিআইজির কার্যালয়ের পুলিশ সুপার মোঃ জেদান আল মুসা, যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুজ্জামান, জকিগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব লোকমান উদ্দিন চৌধুরী, সিলেট সিটি কর্পোরেশনের কাউন্সিলর আজাদুর রহমান আজাদ, সিলেট জেলা পরিষদ-এর সদস্য ইফজাল আহমদ চৌধুরী, জকিগঞ্জ উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মাওলানা আব্দুস সবুর, লন্ডন বাংলা প্রেসক্লাবের সহ সভাপতি রহমত আলী, সিলেট জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহ দিদার আলম চৌধুরী নবেল, সিলেট প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ইকবাল মাহমুদ, বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যরিষ্টার ফয়েজ উদ্দিন আহমদ, জকিগঞ্জ সরকারি হাসপাতালের মেডিকেল অফিসার ডা. খালেদ আহমদ, জকিগঞ্জ এসোসিয়েশন ইউকের সহ সভাপতি মোঃ আব্দুল হালিম, জকিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কেফায়াতুল কিবরিয়া চৌধুরী, জকিগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মোস্তফা উদ্দিন ও সাংবাদিক জুনেদ আহমদ চৌধুরী প্রমূখ।
এছাড়া গ্রাম বাংলার ঐতিহ্যবাহী এ উৎসবে শিক্ষক, সাংবাদিক, রাজনীতিবিদ ছাড়াও যুক্তরাজ্যের বিভিন্ন পর্যায়ের কমিউনিটি নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। চুঙ্গাপুড়া উৎসবে যুক্তরাজ্য প্রবাসীদের সরব পদচারণা দেখে অনেকেই বলেন, সিলেটে যেন এক টুকরো লন্ডন হয়ে গেছে।
উৎসবে আগত অতিথিবৃন্দ যুক্তরাজ্য প্রবাসী আবুল হোসাইনের এ ধরণের উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন।
Leave a Reply