জকিগঞ্জে নিখোঁজের দুই দিন পর ফুলতলী ছাহেব বাড়ি’র পুকুর থেকে লতিফিয়া এতিমখানা’র হিফজ বিভাগের ছাত্র সালমান আহমদ তায়েফ (১১)-এর লাশ উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (৭ মার্চ) বিকাল ২ ঘটিকার দিকে জকিগঞ্জ থানা পুলিশ পুকুরের পার্শ্ববর্তী খানকা ভবন থেকে লাশটি উদ্ধার করে।
সালমান আহমদ তায়েফ মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার ইন্দানগর পানপুঞ্জী গ্রামের মৃত মোঃ আফতাব আলী’ ও সালমা বেগমের ছেলে। সে গত ৩ মাস থেকে লতিফিয়া এতিমখানা, ফুলতলীতে অধ্যায়নরত ছিলো।
গত রোববার (৫ মার্চ) বিকেলের দিকে সালমান আহমদ তায়েফ ফুলতলী ছাহেব বাড়ি এলাকা থেকে নিখোঁজ হয়। এ ঘটনায় তায়েফের বাড়ি দূরে থাকায় এতিমখানার শিক্ষক আব্দুল মুকিত নিখোঁজের বিষয়টি উল্লেখ করে জকিগঞ্জ থানায় একটি সাধারণ ডায়রী করেন। জকিগঞ্জ থানা জিডি নং-২৭৫, তারিখ-০৬/০৩/২০২৩ খ্রিস্টাব্দ।
এদিকে জকিগঞ্জ থানায় জিডি’র একদিনের মাথায় লতিফিয়া এতিমখানা, ফুলতলী’র হিফজ বিভাগের ছাত্র সালমান আহমদ তায়েফের লাশ ফুলতলী ছাহেব বাড়ি’র পুকুর থেকে ভেসে উঠতে দেখে মাদ্রাসা ছাত্ররা তাৎক্ষণিক পানি থেকে তুলে পুকুরের পার্শ্ববর্তী খানকা ভবনে নিয়ে যান।
খবর পেয়ে জকিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জকির হোসাইন, অফিসার ইনচার্জ মোঃ মোশাররফ হোসেন ও পরিদর্শক (তদন্ত) উজায়ের আল মাহমুদ আদনান-এর নেতৃত্বে একদল পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে জকিগঞ্জ থানায় লাশ নিয়ে আসা হয়।
এ বিষয়ে সালমান আহমদ তায়েফ-এর চাচা আনওয়ার আহমদ বলেন-‘ আমাদের কোন অভিযোগ নাই। আমরা লাশ ময়না তদন্ত ছাড়া নিয়ে যেতে চাই।’
সালমান আহমদ তায়েফ-এর মামা কয়েছ আহমদ বলেন – ‘আমার ভাগনা ইন্তেকাল করেছে। আমাদের কোন অভিযোগ নাই। এটা একটা দুর্ঘটনা। যে কোন সময় যে কারো জীবনে ঘটে যেতে পারে।’
জকিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মোশাররফ হোসেন এ বিষয়ে বলেন, পুলিশ যাবতীয় আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন করে লাশ পরিবারের নিকট হস্তান্তর করবে।
Leave a Reply