ইসলামী চিন্তাবীদ হিসেবে রাগীব-রাবেয়া ফাউন্ডেশন কর্তৃক একুশে সম্মাননা প্রাপ্ত গুণী ব্যক্তিত্ব হযরত মাওলানা হাফিজ মুফতী আবুল হাসান-কে সংবর্ধনা প্রদান করেছে ইউনিক ইউম্যানিটি ফাউন্ডেশন।
সোমবার (২০ মার্চ) বিকাল ২ ঘটিকায় জকিগঞ্জ শহরের সোনার বাংলা অডিটোরিয়ামে ব্যতিক্রমধর্মী এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ফাউন্ডেশনের উপদেষ্টা ও সাবেক ভারপ্রাপ্ত মেয়র বাবুল হোসাইন-এর সভাপতিত্বে ও ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক কবি ছালিক আমীন-এর পরিচালনায় শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন হাফিজ জাহেদ আহমদ।
ফাউন্ডেশন-এর সাংগঠনিক সম্পাদক রেজাউল ইসলাম রাজু’র শুভেচ্ছা বক্তব্যে সূচীত এ অনুষ্ঠানে সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন জকিগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা হাফিজ মুফতী মোঃ আবুল হাসান।
আমন্ত্রিত অতিথির বক্তব্য রাখেন জকিগঞ্জ উপজেলা পরিষদ-এর সাবেক চেয়ারম্যান ও সাবেক পৌর মেয়র ইকবাল আহমদ, সিলেট জেলা মুক্তিযোদ্ধা সংসদ-এর ডেপুটি কমান্ডার বীরমুক্তিযোদ্ধা আকরাম আলী, কবি ও সাহিত্য সমালোচক বাছিত ইবনে হাবীব, জকিগঞ্জ প্রেসক্লাবের কোষাধ্যক্ষ এনামুল হক মুন্না, জকিগঞ্জ পৌরসভা আওয়ামী লীগের সভাপতি মোঃ আব্দুল গণী, জকিগঞ্জ পৌরসভা বিএনপির সভাপতি মাসুক আহমদ, জাতীয় পার্টি নেতা মইনুল ইসলাম, শিক্ষক ও কবি কায়েছ মাহমুদ শিপার, কামালপুর (খ) সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ইউনুছ আলী, লতিফিয়া যুব কল্যাণ সমাজসেবা পরিষদ-এর সভাপতি মাওলানা মোঃ কবির আহমদ ও ব্যবসায়ী তরিকুল আলম রাসেল প্রমূখ।
অনুষ্ঠান শেষে সংবর্ধিত অতিথি রাগীব-রাবেয়া ফাউন্ডেশন কর্তৃক একুশে সম্মাননা প্রাপ্ত গুণী ব্যক্তিত্ব হযরত মাওলানা হাফিজ মুফতী আবুল হাসান-কে ইউনিক ইউম্যানিটি ফাউন্ডেশন-এর পক্ষ থেকে ক্রেস্ট তুলে দেন অতিথিবৃন্দ।
Leave a Reply