জকিগঞ্জ উপজেলার ৯নং মানিকপুর ইউনিয়নের রসুলপুর, সুরানন্দপুর ও হরাইত্রিলোচন এলাকাবাসীর উদ্যোগে উন্নয়ন ও অগ্রযাত্রা বিষয়ক সেমিনার এবং আলহাজ্ব লোকমান উদ্দিন চৌধুরী শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় এক বর্ণাঢ্য সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সোমবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে রসুলপুর গ্রামে অবস্থিত কমর উদ্দিন চৌধুরী উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইছামতি উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি রাজনীতিবীদ নুরুল আমীন চৌধুরী রিলন।
সংগঠক মোয়াজ্জম হোসেন মনজু’র উপস্থাপনায় শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন হাফিজ মাওলানা কায়কোবাদ চৌধুরী।
সংগঠক ছায়েক আহমদ চৌধুরী’র স্বাগত বক্তব্যে সূচীত এ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জকিগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব লোকমান উদ্দিন চৌধুরী।
প্রধান আলোচক হিসাবে আলোচনা পেশ করেন জকিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার এ.কে.এম. ফয়সাল।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা পরিষদ-এর ১৩নং ওয়ার্ডের সদস্য ইফজাল আহমদ চৌধুরী, জকিগঞ্জ উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান মাজেদা রওশন শ্যামলী ও জকিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জাবেদ মাসুদ।
অনুষ্ঠানে এলাকাবাসী পক্ষে বক্তব্য রাখেন মানিকপুর ইউনিয়ন পরিষদ সদস্য আব্দুল ফাত্তাহ চৌধুরী বাবু, কমর উদ্দিন চৌধুরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামাল আহমদ, পূর্ব ইছামতি মোহাম্মদিয়া মাদ্রাসার সুপার মাওলানা আব্দুল গফুর, মানিকপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল মালিক চৌধুরী মানিক, সমাজসেবী ও শিক্ষানুরাগী জুনেল আহমদ চৌধুরী ফারুক, এলাকার প্রবীণ মুরব্বী মাখন মিয়া, সমাজসেবী মতিনুল হক, প্রবীণ শিক্ষক আব্দুল মান্নান, সংগঠক মোস্তাক আহমদ, ইউপি সদস্য এটি এম হামিদ, উপজেলা ছাত্রলীগের সভাপতি সুলতান আহমদ ও সাবেক সাধারণ সম্পাদক মোস্তফা উদ্দিন।
অনুষ্ঠানের শুরুতে আগত অতিথিবৃন্দকে ফুলের তোড়া দিয়ে এলাকাবাসীর পক্ষ থেকে শুভেচ্ছা জানানো হয় এবং অনুষ্ঠান শেষে সংবর্ধিত অতিথি জকিগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব লোকমান উদ্দিন চৌধুরীকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
Leave a Reply