আসন্ন শারদীয় দূর্গোৎসব উপলক্ষে জকিগঞ্জ থানা পুলিশের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ অক্টোবর) সকাল ১১ টায় জকিগঞ্জ শহরের সোনার বাংলা হলরুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় দূর্গাপূজার সার্বিক নিরাপত্তার বিষয় নিয়ে বিভিন্ন মন্ডপের নেতৃবৃন্দ উন্মুক্ত আলোচনায় অংশ গ্রহন করেন।
জকিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জাবেদ মাসুদ-এর সভাপতিত্বে ও পুলিশ পরিদর্শক (তদন্ত) দিলীপ কান্ত নাথের সঞ্চালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জকিগঞ্জ সার্কেলের দায়িত্বে থাকা অতিরিক্ত পুলিশ সুপার ইয়াহিয়া আল মামুন।
মতবিনিময়ে অংশ নেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ জকিগঞ্জ উপজেলা শাখার সভাপতি সঞ্জয় চন্দ্র নাথ ও সাধারণ সম্পাদক রাজস বিশ্বাস সহ প্রতিটি পূজা মন্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকগণ।
এছাড়াও পল্লী বিদ্যুৎ-এর ডিজিএম, আনসার প্রতিনিধি, ফায়ার সার্ভিসের প্রতিনিধি, গোয়েন্দা সংস্থার প্রতিনিধি, স্থানীয় সাংবাদিক, জনপ্রতিনিধি, জকিগঞ্জ থানার অফিসার ও ফোর্সসহ আনুমানিক ৩৫০জন লোক উপস্থিত ছিলেন।
সভায় পূজা উদযাপনকে কেন্দ্র করে সকল বিভাগের সাথে সমন্বয় করে কাজ করার প্রত্যয় ব্যক্ত করা হয়। দুর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে জেলা পুলিশ সিলেট হতে প্রাপ্ত নির্দেশানা সমূহ সকলকে অবগত করা হয়। আসন্ন শারদীয় দুর্গোৎসব যাতে সনাতন ধর্মের লোকজন নির্বিঘ্নে পালন করতে পারে সে বিষয়ে সকলের সহযোগিতা কামনা করা হয়।
মতবিনিময় সভা শেষে আগত অতিথিদেরকে আপ্যায়নের ব্যবস্থা করা হয়।
Leave a Reply