জকিগঞ্জ টিভি’র জনপ্রিয় উপস্থাপক ও ইসলামী সাংস্কৃতিক সংগঠন রিসালাহ’র আবৃত্তি পরিচালক রেদ্বওয়ান মাহমুদ চৌধুরী’র প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ইসলামী সাংস্কৃতিক সংগঠন রিসালাহ ও রেদ্বওয়ান মাহমুদ রহ. স্মৃতি পরিষদ আয়োজিত স্মরণসভা ও গজল সন্ধ্যা সফলভাবে সম্পন্ন হয়েছে।
শুক্রবার (৩রা নভেম্বর) সন্ধ্যায় ইছামতি শাহী ঈদগাহ মাঠে স্মরণ সভা ও গজল সন্ধ্যা অনুষ্ঠিত হয়।রেদ্বওয়ান মাহমুদের পিতা মাওলানা আহমদ আল কবিরের সভাপতিত্বে হাফিজ ফরহাদ আহমদ ও আহমদ আল মনজুরের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে কোরআন তেলাওয়াত করেন হাফিজ মুজাম্মিল আহমদ ও ক্বারী মারুফ আহমদ। মনোজ্ঞ অনুষ্ঠানে নাশীদ পরিবেশন করেন, ইসলামী সাংস্কৃতিক সংগঠন রিসালাহ’র প্রতিষ্ঠাতা পরিচালক কবি মুজাহিদুল ইসলাম বুলবুল, আব্দুল ওয়াদুদ ময়নুল, মাহমুদ আব্দুল কাদির, শামসুল হাসনাত, মারজান মুহাম্মদ রুহি, রিয়াদুর রহমান চৌধুরী, আহমদুল হক, সবুজকুঁড়ি শিল্পীগোষ্ঠী’র আবুল আহসান মোহাম্মদ ইয়াছিন, মারজান তালহা, জাহিদ রাহী, লতিফিয়া এতিমখানা শিল্পীগোষ্ঠী ও হবিবিয়া শিল্পীগোষ্ঠী’র শিল্পীবৃন্দ।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন জকিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব লোকমান উদ্দীন চৌধুরী, লতিফিয়া এতিমখানা ফুলতলীর ব্যবস্থাপনা পরিচালক মাওলানা ফারহান আহমদ চৌধুরী রেদা, বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়ার কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মনজুরুল করিম মহসিন, উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা আব্দুস সবুর, জেলা পরিষদের সদস্য ইফজাল আহমদ চৌধুরী, ইছামতি দারুল উলুম কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা শিহাবুর রহমান চৌধুরী, জকিগঞ্জ সদর ইউনিয়নের চেয়ারম্যান মাওলানা আফতাব আহমদ, ইসলামী সাংস্কৃতিক সংগঠন রিসালাহ’র প্রতিষ্ঠাতা পরিচালক কবি মুজাহিদ বুলবুল, জকিগঞ্জ টিভি’র ম্যানেজিং ডিরেক্টর আব্দুল মুকিত, জকিগঞ্জ টিভি’র ডিরেক্টর জামাল আহমদ, রেদ্বওয়ান মাহমুদের চাচাতো ভাই জয়নাল আবেদীন চৌধুরী, সিলেট পূর্ব জেলা তালামীযের অফিস সম্পাদক আবু ছায়িদ মোহাম্মদ আশিক।
স্মরণসভায় বক্তারা রেদ্বওয়ান মাহমুদের বিভিন্ন স্মৃতিচারণ করে বলেন, ‘রেদ্বওয়ান মাহমুদ উত্তম চরিত্রের অধিকারী ছিলেন। বিনয়ী ও সুন্দর ব্যবহার দিয়ে তিনি মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছেন। সবার জন্য রেদ্বওয়ান মাহমুদ এক অনুসরণীয় চরিত্র।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রবীণ আলেম মাওলানা আব্দুর রহীম কামালী, ইছামতি দারুল উলুম কামিল মাদরাসার মুহাদ্দিস মাওলানা ওয়ারিস উদ্দীন তাপাদার, ইছামতি দারুল উলুম কামিল মাদরাসার আরবী প্রভাষক মাওলানা আব্দুল লতিফ শামীম, জকিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক এম. এ. জি বাবর, রেদ্বওয়ান মাহমুদ চৌধুরীর চাচা আব্দুল হাকিম চৌধুরী, আব্দুল মালিক চৌধুরী, কালিগঞ্জ বাজার কমিটির সাবেক সাধারণ সম্পাদক সেলিম সওদাগর, জকিগঞ্জ উপজেলা তালামীযের সাবেক সাধারণ সম্পাদক মাহতাব উদ্দীন, জকিগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সভাপতি রহমত আলী হেলালী, জকিগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এনামুল হক মুন্না, ইছামতি দারুল উলুম কামিল মাদরাসার অধ্যাপক নজরুল ইসলাম, ইছামতি শাহী ঈদগাহ কমিটির সেক্রেটারি জাকারিয়া আহমদ চৌধুরী, ইছামতি শাহী ঈদগাহ কমিটির কোষাধ্যক্ষ জুবায়ের আহমদ চৌধুরী, জকিগঞ্জ স্টুডেন্ট কমিউনিটির সাবেক সভাপতি সাকিব আল হাসান, জকিগঞ্জ কমিউনিটির আহবায়ক মাহফুজ লস্কর, মানবসেবা ফাউন্ডেশনের সদস্য সোহাইল আহমদ, সিলেট পূর্ব জেলা তালামীযের সহ সাধারণ সম্পাদক এহসান মোহাম্মদ শামীম, জকিগঞ্জ উপজেলা তালামীযের সভাপতি আলিম উদ্দিন ও সাধারণ সম্পাদক ছাদিকুর রহমান, জকিগঞ্জ স্টুডেন্ট কমিউনিটির সাধারণ সম্পাদক তাহমিদ হাসান তালুকদার, জকিগঞ্জ উপজেলা তালামীযের সাবেক সভাপতি আবু সুফিয়ান, হবিবিয়া ছাত্র সংসদের সাবেক ভিপি আকবর আহমদ চৌধুরী, সাংবাদিক হাবিবুর রহমান, জকিগঞ্জের খবরের সম্পাদক আহসান হাবীব লায়েক, আজাদুর রহমান, মো. আকতারুজ্জামান, ইছামতি ডিগ্রী কলেজ তালামীযের সাবেক সভাপতি হাছিব তাপাদার, মানিকপুর ইউনিয়ন তালামীযের সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম চৌধুরী, ইছামতি কামিল মাদরাসা তালামীযের সাধারণ সম্পাদক মো. মিসবাহ চৌধুরী, জকিগঞ্জ টিভি’র হেড অব নিউজ আহমদ হোসাইন আইমান, জকিগঞ্জ টিভির এডিটর জে.এফ চৌধুরী ফাহিম, জকিগঞ্জ টিভি’র স্টাফ রিপোর্টার ইমরান শাহরিয়ার, জকিগঞ্জ টিভির প্রতিনিধি আল আমিন আহমদ, জকিগঞ্জ টিভি’র স্টাফ রিপোর্টার আবীর আল নাহিয়ান, হবিবিয়া শিল্পীগোষ্ঠীর সদস্য আলিম উদ্দীন তাওহীদ, সিলেট মহানগর তালামীযের দায়িত্বশীল রাহেল আহমদ চৌধুরী প্রমুখ।
পরে মিলাদ ও দোয়ার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
Leave a Reply