আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ এবং বেগম রোকেয়া দিবস পালন উপলক্ষে মহিলা বিষয়ক অধিদপ্তর মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে সমগ্র দেশব্যাপী পরিচালিত “জয়িতা অনেশনে বাংলাদেশ” বিশেষ কার্যক্রমের আওতায় “সমাজ উন্নয়নে অসামান্য অবদান রেখেছেন যে নারী” ক্যাটাগরিতে জকিগঞ্জ উপজেলা পর্যায়ে সমাজ উন্নয়নের অসামান্য অবদান রাখায় জকিগঞ্জ উপজেলার ৪নং খলাছড়া ইউনিয়ন-এর মুলিকান্দি গ্রামের স্কুল শিক্ষিকা শিউলী রানী রায় জকিগঞ্জ উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ জয়িতা সম্মাননা পেয়েছেন।
শনিবার (৯ ডিসেম্বর) সকালে জকগঞ্জ উপজেলা পরিষদের হলরুমে উপজেলা নির্বাহী অফিসার এ.কে.এম. ফয়সাল-এর সভাপতিত্বে মহিলা অফিসের কর্মকর্তা দেলোয়ার হোসেন-এর পরিচালনায় এ সম্মাননা প্রদান অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জকিগঞ্জ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মাজেদা রওশন শ্যামলী।
আমন্ত্রিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিলেট জেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার বীরমুক্তিযোদ্ধা আকরাম আলী, জকিগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার ও সাবেক পৌর মেয়র বীরমুক্তিযোদ্ধা হাজী খলিল উদ্দিন, ডেপুটি কমান্ডার আব্দুল মোতালেব ও প্রবীণ শিক্ষক আব্দুস সোবহান প্রমূখ।
Leave a Reply