সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর বার্ষিক সাধারণ সভায় সভাপতি নির্বাচিত হয়েছেন জকিগঞ্জ উপজেলার সীমান্তিক ইন্টারন্যাশনাল হাই স্কুলের প্রতিষ্ঠান প্রধান নজরুল হক তাপাদার। শনিবার (২৭ জানুয়ারী) বার্ষিক সাধারণ সভায় পরিচালনা পর্ষদের পরিচালকদের ভোটে তিনি সভাপতি নির্বাচিত হন। এর আগে সমিতির সহ-সভাপতি ও সচিব পদে নির্বাচিত হয়ে তিনি এলাকার গ্রাহকদের উন্নয়নে অনেক অবদান রেখেছেন।
সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর প্রতিষ্ঠাকাল থেকে বিভিন্ন উপজেলার সভাপতি নির্বাচিত হয়ে থাকলেও জকিগঞ্জ উপজেলা থেকে এই প্রথম নজরুল হক তাপাদার সভাপতি নির্বাচিত হয়েছেন।
এছাড়াও জকিগঞ্জ উপজেলায় সমিতি বোর্ডের সাবেক কোষাধ্যক্ষ ও বর্তমান পরিচালক সহিদুল হাসান এবং মহিলা পরিচালক মোছা. ছালেহা বেগম জকিগঞ্জ উপজেলার নেতৃত্ব দিচ্ছেন। এতে করে জকিগঞ্জে পল্লী বিদ্যুতের গ্রাহক সেবার মান আরোও উন্নত হবে বলে স্থানীয়রা মনে করছেন।
এ ব্যাপারে নজরুল হক তাপাদার বলেন, ‘পল্লী বিদ্যুতের সেবার মান বৃদ্ধিতে আমি যথাসাধ্য চেষ্টা চালিয়ে যাব। এ ক্ষেত্রে আমি সকলের দোয়া ও সহযোগিতা প্রত্যাশী।
Leave a Reply