বিদ্যুৎ বিভাগের জরুরি রক্ষনাবেক্ষন ও উন্নয়নমূলক কাজের জন্য আগামীকাল সোমবার (৪ মার্চ) দিনের বেলা ৮ ঘণ্টা জকিগঞ্জে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। নির্ধারিত সময়ের পর সরবরাহ স্বাভাবিক করা হবে বলে জানিয়েছে পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ। রোববার (৩ মার্চ) রাতে এক বিজ্ঞপ্তিতে সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর জকিগঞ্জ জোনাল অফিসের ডিজিএম এ তথ্য জানান।
সূত্রে জানা গেছে, সোমবার ১৩২/৩৩ কেভি চারখাই (বিয়ানীবাজার) গ্রিড উপকেন্দ্রে জরুরী রক্ষনাবেক্ষন উন্নয়নমূলক কাজের জন্য সকাল ৯ ঘটিকা থেকে সন্ধ্যা ৫ ঘটিকা পর্যন্ত জকিগঞ্জ উপজেলার সকল এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। জরুরি রক্ষনাবেক্ষন ও উন্নয়নমূলক কাজ শেষে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হবে।
পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ উল্লেখিত সময়ে উন্নয়নমূলক কাজের জন্য বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকার কারণে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছেন।
Leave a Reply