সিলেটের জকিগঞ্জ প্রেসক্লাব নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা করেছেন জকিগঞ্জ থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) জহিরুল ইসলাম মুন্না।
শুক্রবার (১৩ ডিসেম্বর ) সন্ধ্যায় ওসির কক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময়কালে সাংবাদিকরা ওসির কাছে উপজেলায় মাদক, জুয়া, চোরাচালান, ইভটিজিংসহ নানা সমস্যার বিষয় তুলে ধরে তা সমাধানের পরামর্শ দেন।
এসব সমস্যার কথা শুনে তা নির্মূলে সাংবাদিকদের সহযোগিতা চেয়ে ওসি জহির মুন্না বলেন, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ ও অপরাধ নির্মূল করা শুধু পুলিশের একার পক্ষে সম্ভব নয়। এক্ষেত্রে সাংবাদিকরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন। এজন্য আপনাদের সহযোগিতা খুবই প্রয়োজন। আমি আশা করি আইনশৃঙ্খলা রক্ষায় আপনারা সবসময় পুলিশের পাশে থেকে পুলিশকে সহযোগিতা করবেন। অপরাধ নির্মূলে আমরা এক হয়ে কাজ করতে চাই। পরে সাংবাদিকরা সবধরনের অপরাধ নির্মূলে সাংবাদিকরা পুলিশকে সহযোগিতা করার আশ্বাস দেন।
জকিগঞ্জ থানার উপ-পুলিশ পরিদর্শক মহররম আলী’র পরিচালনায় এতে বক্তব্য রাখেন জকিগঞ্জ প্রেসক্লাবের সহ সভাপতি রহমত আলী হেলালী, সাধারণ সম্পাদক শ্রীকান্ত পাল, যুগ্ম সম্পাদক এনামুল হক মুন্না, সহ সাধারণ সম্পাদক মোর্শেদ আলম লস্কর, প্রচার ও প্রকাশনা সম্পাদক কে এম মামুন, তথ্য ও প্রযুক্তি ম সম্পাদক রিপন আহমদ, সদস্য আবু বক্কর মোঃ ফয়ছল ও ওমর ফারুক প্রমূখ।
Leave a Reply