1. admin@zakiganjsangbad.com : admin :
শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ০৫:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
রোববার কানাইঘাট আসছে হারিছ চৌধুরী’র দেহাবশেষ : পুনরায় দাফন করা হবে নিজ এলাকায় জকিগঞ্জের বিশিষ্ট শিল্পপতি আব্দুল হামিদ শরীফ-এর ইন্তেকাল: শুক্রবার বাদ জুম্মা জানাজা জকিগঞ্জে সড়ক দুর্ঘটনায় মোটর সাইকেল আরোহী নিহত জকিগঞ্জে আল্লামা বালাউটি ছাহেব (রহ.)-এর ৫ম ঈসালে সাওয়াব মাহফিল সম্পন্ন অধ্যক্ষ আব্দুল্লাহ আল মামুন সিলেট শিক্ষা বোর্ডের মঞ্জুরী কমিটির সদস্য মনোনীত  জকিগঞ্জে জামিয়া দারুল ইহসান, সোনাসার-এর ওয়াজ মাহফিল সফলে মতবিনিময় অনুষ্ঠিত জকিগঞ্জে সংবাদ সম্মেলনে নিজেকে নির্দোষ ও ষড়যন্ত্রের শিকার দাবী করলেন মামুনুর রশীদ চৌধুরী ফাহিম আল ইসহাক চৌধুরী ট্রাস্টের মেধাবৃত্তি পরীক্ষা জকিগঞ্জ ও কানাইঘাটে সাড়া জাগিয়েছে জকিগঞ্জ থানা পুলিশের অভিযানে দুর্ধর্ষ ডাকাত সর্দার সেলিম আটক জকিগঞ্জে এক হাজার পিছ ইয়াবা ট্যাবলেটসহ আটক-১

রাজনীতিতে যোগ্য নেতৃত্ব খুবই প্রয়োজন –হাফিজ মজুমদার এমপি

আহমদুল হক চৌধুরী বেলাল
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩০ সেপ্টেম্বর, ২০২১
  • ১৪৮২ বার এই সংবাদটি পড়া হয়েছে

সিলেট জেলা আওয়ামী লীগের উপদেষ্টা ও সিলেট-৫ (জকিগঞ্জ-কানাইঘাট) আসনের সংসদ সদস্য আলহাজ্ব হাফিজ আহমদ মজুমদার বলেছেন, রাজনীতির মাঠে নেতৃত্ব দিতে হলে যোগ্যতা থাকা প্রয়োজন। অযোগ্য ব্যক্তি কখনো সঠিক নেতৃত্ব দিতে পারবেনা। এ কারণে নিজের সন্তানাদী ও পরবর্তী প্রজন্মকে যোগ্য হিসাবে গড়ে তুলতে হবে। যাতে আগামী দিনে তারা যোগ্যতার সহিত নেতৃত্ব দিতে পারে।

তিনি বৃহস্পতিবার বিকাল ৩ ঘটিকার সময় জকিগঞ্জ ডাকবাংলো প্রাঙ্গণে জকিগঞ্জ উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগি সংগঠনের কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

জকিগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি আলহাজ্ব লোকমান উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা মোস্তাকিম হায়দার-এর পরিচালনায় এ কর্মীসভা অনুষ্ঠিত হয়।
এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক বুরহান উদ্দিন আহমদ ও সিলেট জেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও সিলেট জেলা পরিষদ সদস্য মোহাম্মদ শামীম আহমদ।
এ সময় উপস্থিত ছিলেন সিলেট জেলা পরিষদ সদস্য ও উপজেলা মহিলা আওয়ামী লীগ সভানেত্রী সাজনা সুলতান হক চৌধুরী, জকিগঞ্জ উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান ও উপজেলা মহিলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদিকা মাজেদা রওশন শ্যামলী, জকিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি সাবেক চেয়ারম্যান ইকবাল আহমদ চৌধুরী একল, সহ সভাপতি আব্দুল হাই, হাজী খলিল উদ্দিন, আব্দুল কাদির, আব্দুছ ছাত্তার, যুগ্ম সাধারণ সম্পাদক এম.এ.জি. বাবর, আবু জাফর মোঃ রায়হান, নাছিম আহমদ, আইন বিষয়ক সম্পাদক সিরাজ উদ্দিন, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আব্দুর রাজ্জাক রিয়াজ, সাংগঠনিক সম্পাদক মারুফ বখতিয়ার চৌধুরী খুররুম, কেফায়াতুল কিবরিয়া চৌধুরী, আব্দুছ সালাম, তথ্য ও গবেষণা সম্পাদক আজমল হোসেন, দপ্তর সম্পাদক, আব্দুশ শহিদ, সহ দপ্তর সম্পাদক সওদাগর সেলিম, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক আব্দুর রহমান ও শ্রম বিষয়ক সম্পাদক শেখ আব্দুল করিম সহ উপজেলা ও পৌরসভা আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, বিভিন্ন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগের বিপূল সংখ্যক নেতাকর্মী। এছাড়া আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সহযোগি সংগঠনের উপজেলা সভাপতি ও সাধারণ সম্পাদক সহ বিভিন্ন দায়িত্বশীলবৃন্দ উপস্থিত ছিলেন।প্রধান অতিথির বক্তব্যকালে হাফিজ আহমদ মজুমদার এমপি বলেন, দেশ এখন উন্নয়নশীল রাষ্ট্রে পরিণত হয়েছে। আগেকার দিনের যোগাযোগ ব্যবস্থা আর এখনকার দিনের যোগাযোগ ব্যবস্থা আকাশ পাতাল পার্থক্য। এভাবে সকল ক্ষেত্রে দেশ এগিয়ে গেলেও করোনার কারণে দেশ অনেকটা উল্টাপাল্টা হয়ে গেছে। বিগত দিনে দেশের সামগ্রীক উন্নয়ন ও শিক্ষা ব্যবস্থার ব্যাপক ক্ষতি হয়েছে। এসব কাটিয়ে উঠতে আমাদের অনেক সময় লেগে যাবে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
জকিগঞ্জ সংবাদ-এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
প্রতিষ্ঠাতা: রহমত আলী হেলালী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট