জকিগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদ পুন:নির্মাণ কাজের আনুষ্ঠানিক ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে। এ উপলক্ষে রোববার (৯ ফেব্রুয়ারি) বিকাল ২ ঘটিকার সময় এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দেশী এবং প্রবাসী বিত্তবানদের অর্থায়নে এই মসজিদটি পুননির্মাণ কাজ শুরু করেছে মসজিদ কমিটি।
মসজিদ পরিচালনা কমিটির সভাপতি সমাজসেবী ডা: আব্দুল হান্নানের সভাপতিত্বে ও নির্বাহী সভাপতি সাবেক কাউন্সিলর মোস্তাক আহমদের পরিচালনায় আলোচনা সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন মসজিদের ইমাম ও খতিব মাওলানা মোশাহীদ আহমদ কামালী।
বক্তব্য রাখেন, জকিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি যুক্তরাষ্ট্র প্রবাসী আব্দুল খালিক তাপাদার, ফাহিম আল চৌধুরী ট্রাস্টের ভাইস চেয়ারম্যান সমাজসেবী ও শিক্ষানুরাগী এটিএম সেলিম চৌধুরী, সিলেট জেলা মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার বীরমুক্তিযোদ্ধা আকরাম আলী ও ঈদগাহ বাজার উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক যুক্তরাষ্ট্র প্রবাসী আহমদ আলী প্রমূখ।
আলোচনা সভায় বক্তারা বলেন, হাদীস শরীফে রাসুল (স.) বলেছেন-“যে ব্যক্তি আল্লাহ’র সন্তুষ্টির জন্য একটি মসজিদ তৈরী করে, আল্লাহ তা’য়ালা তার জন্য অনুরূপ একটি ঘর জান্নতে তৈরি করেন। তাই প্রায় পাঁচ কোটি টাকা বাজেটের এই বিশাল মসজিদ পুন:নির্মাণ কাজে সকল দেশী-বিদেশী বিত্তবান মুসলমানগণের সহযোগিতা প্রয়োজন। বক্তাগণ এই মসজিদ নির্মাণ কাজকে সহযোগিতার সুবর্ণ সুযোগ মনে করে সকলে ঐক্যবদ্ধভাবে নিজ নিজ তৌফিক অনুযায়ী সহযোগিতার আহবান জানান।
এ সময় উপস্থিত ছিলেন জকিগঞ্জ বাজারের ব্যবসায়ী আব্দুল মুক্তাদির চৌধুরী, রাজনীতিবীদ বীরমুক্তিযোদ্ধা মোস্তাকিম হায়দার, মসজিদ পরিচালনা কমিটির সেক্রেটারী আব্দুশ শাকুর চৌধুরী, সহকারী সেক্রেটারি মাওলানা আলাউদ্দীন তাপাদার, কমিটির সদস্য মোঃ আব্দুল কুদ্দুস ও মাওলানা জুবায়ের আহমদসহ স্থানীয় এলাকাবাসী, ব্যবসায়ী, সমাজসেবী, রাজনীতিবীদ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
আলোচনা সভা শেষে জকিগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মুফতি আবুল হাসানের দোয়ার মাধ্যমে পুন:নির্মিত মসজিদের ভিত্তি প্রস্তর স্থাপন করেন। পরে উপস্থিত এলাকাবাসীর মধ্যে শিরনী বিতরণ করা হয়।
Leave a Reply