জকিগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী কালিগঞ্জ বাজারে ‘কালিগঞ্জ জিম’ নামে একটি প্রতিষ্ঠান শুভ উদ্বোধন করেছেন রূপালী ব্যাংকের সাবেক চেয়ারম্যান ও সীমান্তিকের প্রতিষ্ঠাতা ড.আহমদ আল কবির। শনিবার (১লা অক্টোবর) রাতে কালিগঞ্জ বাজার ডক্টর’স প্লাজায় এ জিম সেন্টার-এর শুভ উদ্বোধন করা হয়।
৯নং মানিকপুর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মালেক আহমদ-এর সভাপতিত্বে ও পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর পরিচালক নজরুল ইসলামের পরিচালনায় এতে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ ড. আহমদ আল ওয়ালি, সীমান্তিক আঞ্চলিক কমিটির সভাপতি মো. আব্দুল হাই, ৮নং কসকনকপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুর রাজ্জাক রিয়াজ, ৩নং কাজলসার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জুলকারনাইন লস্কর, জকিগঞ্জ প্রেসক্লাব-এর কোষাধ্যক্ষ এনামুল হক মুন্না, মানিকপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রিলন চৌধুরী, রূপালী ব্যাংক চারখাই শাখার ব্যবস্থাপক জাকারিয়া স্বপন, উপজেলা যুবলীগ নেতা আব্দুল্লাহ আল সুমন ও মানিকপুর ইউনিয়ন পরিষদের সদস্য আব্দুল আহাদ। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন শিক্ষক নজরুল ইসলাম।
Leave a Reply