খেলাফত মজলিসের কেন্দ্রীয় উলামা বিষয়ক সম্পাদক প্রখ্যাত মুফাসসিরে কুরআন শায়খ মুফতি আলী হাসান উসামা বলেছেন, খেলাফত মজলিস কখনো ক্ষমতায় গেলে দেশের প্রতিটি নাগরিককে প্রতিরক্ষা প্রশিক্ষণ দেবে। সংগঠনের গঠনতন্ত্রে বিষয়টি সুস্পষ্টভাবে উল্লেখ রয়েছে। দেশের প্রতিটি নাগরিকের আত্মরক্ষার জন্য এমন প্রশিক্ষণ খুবই গুরুত্বপূর্ণ। তিনি ফিলিস্তিনের পক্ষ হয়ে ইসরাইলের বিরুদ্ধে যুদ্ধ করতে গোটা দুনিয়ার যুব সমাজ আজ ঐক্যবদ্ধ উল্লেখ করে বলেন, শুধু একটি রাষ্ট্রীয় ঘোষণা বা ডাকের অপেক্ষায় যুবকরা অপেক্ষমাণ। যুদ্ধের সুযোগ পেলে আজকের যুব সমাজ তাদের বুকের তাজা রক্ত দিয়ে হলেও ফিলিস্তিনকে স্বাধীন ও বায়তুল মুকাদ্দাসকে মুক্ত করে ছাড়বে ইনশাআল্লাহ।
তিনি আরও বলেন, ইসরাইলের বিরুদ্ধে যেহেতু হাত দিয়ে প্রতিবাদ করার সুযোগ আমাদের নেই, তাই মুখ দিয়ে আমাদের প্রতিবাদ অব্যাহত রাখতে হবে এবং ইসরাইলী সকল প্রকার পণ্য ক্রয়-বিক্রয় বন্ধ করতে হবে। পাশাপাশি সর্বদা ফিলিস্তিনের মজলুম মুসলমানদের জন্য আমাদের দোয়া করতে হবে।
রোববার (১৩ এপ্রিল) বিকেলে খেলাফত মজলিস জকিগঞ্জ উপজেলার ১নং বারহাল ইউনিয়ন শাখার উদ্যোগ আয়োজিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
খেলাফত মজলিস ১নং বারহাল ইউনিয়ন শাখার সভাপতি মাওলানা জামাল উদ্দিনের সভাপতিত্বে ও উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক মাওলানা আব্দুল কাইয়ুম সিদ্দিকীর পরিচালনায় সমাবেশে শতশত নেতাকর্মী উপস্থিত ছিলেন।
সমাবেশে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিলেট জেলা খেলাফত মজলিসের সহ সভাপতি মাওলানা আব্দুস সালাম, সহকারী বায়তুল মাল সম্পাদক মাওলানা সালেহ আহমদ, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক আনোয়ার হোসাইন খাঁন, কৃষি বিষয়ক সম্পাদক মাওলানা মুজিবুর রহমান, জকিগঞ্জ উপজেলা খেলাফত মজলিসের সভাপতি শায়খ মাওলানা আব্দুল মুছাব্বির, সেক্রেটারি মাওলানা আলাউদ্দীন তাপাদার, কানাইঘাট উপজেলা শাখার সেক্রেটারি আমিনুল ইসলাম শামীম, বিয়ানীবাজার উপজেলা শাখার সেক্রেটারি মাওলানা আবুল হাসান, জকিগঞ্জ পৌরসভা শাখার সহ সভাপতি মাওলানা আবুল কালাম আজাদ, জকিগঞ্জ উপজেলা শাখার সহ সেক্রেটারি হাফিজ আব্দুল হালিম, সংগঠনিক সম্পাদক মাওলানা আব্দুল হামিদ জালাল, উলামা বিষয়ক সম্পাদক মাওলানা সুহাইল আহমদ চৌধুরী, নির্বাহী সদস্য মাওলানা আলী হোসেন, বারহাল ডিগ্রী কলেজের গভর্ণিং বডির সভাপতি ফয়জুল ইসলাম চৌধুরী, প্রবাসী খেলাফত মজলিস নেতা বুরহান উদ্দিন মাসুম, দেলোয়ার হোসেন, কানাইঘাট পৌরসভা শাখার সেক্রেটারি ক্বারী জাকারিয়া আহমদ, শিক্ষক মাস্টার আব্দুল হামিদ, খেলাফত মজলিস ২নং বীরশ্রী ইউনিয়ন শাখার সভাপতি হাফিজ মোস্তাক আহমদ, ১নং বারহাল ইউনিয়ন শাখার উপদেষ্টা মাওলানা আমিনুল ইসলাম, সহ সভাপতি হাফিজ ফারুক আহমদ, বায়তুল মাল সম্পাদক মাওলানা আব্দুল আজিজ, ছাত্র মজলিস জকিগঞ্জ উপজেলা পশ্চিম শাখার সভাপতি মোঃ ফজলুল করীম ও বায়তুল মাল সম্পাদক জে.এম. উসামা প্রমূখ।
বিক্ষোভ সমাবেশ শেষে শতশত নেতাকর্মী বারহাল ইউনিয়ন অফিসের মাঠ থেকে বিক্ষোভ মিছিল সহকারে শাহগলী বাজারের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে শাহগলী বাসষ্টেশনে গিয়ে এক পথসভায় মিলিত হয়।
Leave a Reply