বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও সিলেট জেলার আমীর মাওলানা হাবিবুর রহমান বলেছেন, এদেশ থেকে ইসলামকে বিদায় করতে বিগত ১৬ বছর ফ্যাসিস্ট সরকার আলেমদেরকে হত্যা করেছে, খুন করেছে, গুম করেছে, জেল-জুলুম নির্যাতন করেছে। তারা চেয়েছিল এদেশকে মুর্তির দেশ বানিয়ে ফেলবে এবং নাস্তিকদের নিয়ে দেশ গঠন করবে। বিশেষ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীকে একেবারে ধ্বংস করতে শীর্ষ নেতৃবৃন্দকে ফাঁসি দিয়ে হত্যা করেছে। কিন্তু এত কিছুর পরও তারা এদেশ থেকে ইসলামকে কিংবা জামায়াতে ইসলামকে বিদায় করতে পারেনি। উল্টো এদেশ থেকে সৈরাচারী ফ্যাসিস্ট সরকার পালিয়ে যেতে হয়েছে।
তিনি শুক্রবার (১১ এপ্রিল) দুপুরে জকিগঞ্জ ডাক বাংলা প্রাঙ্গণে বাংলাদেশ জামায়াতে ইসলামী জকিগঞ্জ উপজেলা শাখা আয়োজিত কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
জকিগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা জালাল উদ্দিনের সভাপতিত্বে ও সেক্রেটারি ছারওয়ার হোসেনের পরিচালনায় কর্মী সম্মেলনে প্রধান বক্তার বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও সিলেট জেলার নায়বে আমীর মাওলানা হাফিজ আনোয়ার হোসেন খাঁন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সিলেট জেলা শাখার সেক্রেটারি ও জৈন্তাপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ জয়নাল আবেদীন, সিলেট জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ও শাহজালাল জামেয়া ইসলামিয়ার উপাধ্যক্ষ মাওলানা ফয়জুল্লাহ বাহার, সিলেট জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি মাওলানা নেজাম উদ্দিন খাঁন, জকিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও উপজেলা জামায়াতের সাবেক আমীর গোলাম রোকবানী চৌধুরী জাবেদ।
কর্মী সম্মেলনে বক্তব্য রাখেন বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সিলেট জেলা (পূর্ব) শাখার সভাপতি মারুফ আহমদ চৌধুরী রাজু, জকিগঞ্জ উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি দেলোয়ার হোসেন লস্কর, জকিগঞ্জ উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মাওলানা আব্দুস সামাদ তাপাদার ও জামায়াত নেতা মোঃ ফয়জুল ইসলাম চৌধুরীসহ জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
কর্মী সমাবেশের পূর্বে ফিলিস্তিনের গাজায় ইসরাইলী হামলার প্রতিবাদে জকিগঞ্জ শহরে এক বিশাল বিক্ষোভ মিছিল করে জকিগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামী।
Leave a Reply