1. admin@zakiganjsangbad.com : admin :
শনিবার, ০২ অগাস্ট ২০২৫, ০৩:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
জকিগঞ্জে তিন লক্ষাধিক মানুষের চিকিৎসা সেবা দিচ্ছেন মাত্র তিনজন চিকিৎসক! জকিগঞ্জে সিএনজি শ্রমিকদের সাথে ইসলামী আন্দোলনের মতবিনিময় ঢাকায় বিমান দুর্ঘটনায় নিহত ও আহতদের স্মরণে জকিগঞ্জে আলোচনা সভা ও দোয়া মাহফিল জকিগঞ্জে প্রবাসী মাজহারুল ইসলাম জুয়েল-এর ব্যতিক্রমধর্মী উদ্যোগ জকিগঞ্জের সুলতানপুর ইউপি আওয়ামী লীগ সভাপতি ও সাধারণ সম্পাদক কারাগারে জকিগঞ্জের গোটারগ্রাম পয়েন্ট এখন সিসি ক্যামেরার আওতায়! জকিগঞ্জের বীরশ্রীতে হাজী আব্দুল হক ট্রাস্টের বৃত্তি প্রদান অনুষ্ঠান সম্পন্ন জকিগঞ্জী চাচার খোলা চিঠি জকিগঞ্জের রহিমপুর পাম্প হাউস চালু করা সময়ের দাবী সিলেট-৫: আসন পুনরুদ্ধারে ইসলামী দলগুলোর তৎপরতা

জকিগঞ্জে সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবীর মামলায় এটিএম ফয়ছলের ৬ বছরের সাজা

মোঃ মাহবুবুল করিম
  • প্রকাশের সময় : বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫
  • ১১১২ বার এই সংবাদটি পড়া হয়েছে

সিলেটের জকিগঞ্জে সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবীর মামলায় কথিত ফেসবুক সাংবাদিক এটিএম ফয়ছল আহমদ (৪৩)-কে ৬ বছরের সশ্রম কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেছে আদালত। বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত দায়রা জজ ৩য় আদালত, সিলেট-এর পেশকার মোহাম্মদ সেলিম রানা।

মঙ্গলবার (২৯ এপ্রিল ) অতিরিক্ত দায়রা জজ ৩য় আদালত, সিলেট-এর বিজ্ঞ বিচারক সৈয়দা আমিনা ফারহিন চাঞ্চল্যকর এ রায় প্রদান করেন।
দীর্ঘ প্রায় ৭ বছর বিচারকার্য শেষে বিজ্ঞ বিচারক আলোচিত এটিএম ফয়ছল আহমদকে পলাতক দেখিয়ে দন্ডবিধি ৩৮৫ ধারায় দোষী সাব্যস্ত করে ৬ বছরের সশ্রম কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরো ৬ মাসের সশ্রম কারাদণ্ড প্রদান করেন।
সাজাপ্রাপ্ত এটিএম ফয়ছল আহমদ জকিগঞ্জ উপজেলার ৯নং মানিকপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের অন্তর্গত দরগাবাহারপুর গ্রামের মৃত আব্দুল করিম উরফে মেনাই মিয়ার ছেলে।
জানা যায়, ২০১৮ সালের ১লা নভেম্বর সিলেটের জকিগঞ্জ বাজারে অবস্থিত শরীফ ট্রেডার্সের ম্যানেজার জকিগঞ্জ উপজেলার দরগাবাহারপুর গ্রামের মাওলানা মুহিউদ্দিন মহসিন নিজ বাড়িতে ঘরের তীরের সাথে ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। এ ঘটনায় জকিগঞ্জ পৌর এলাকার আনন্দপুর গ্রামের মৃত আব্দুল লতিফের ছেলে দোকান মালিক মোঃ আবুল হারিছ শরীফকে সাংবাদিক পরিচয়ে ভয় দেখিয়ে ২০ হাজার টাকা চাঁদা দাবী করেন এটিএম ফয়ছল।
বাদী আবুল হারিছ শরীফ মামলায় উল্লেখ করেন, সাংবাদিক পরিচয়ে এটিএম ফয়ছল ২০ হাজার টাকা চাঁদা দাবী করে বলে, টাকা না দিলে আমি আমার দোকানের ম্যানেজার মহসিনকে হত্যা করে ঘরের তীরে ঝুলিয়ে রেখেছি বলে ফেসবুকসহ পত্র-পত্রিকায় প্রচার করবে। সে এমন ভাবে প্রচার করবে যাতে আত্মহত্যার মামলাটি হত্যা মামলা হিসেবে রূপান্তরিত হয়ে যাবে।
এমন চাঁদা দাবীর প্রেক্ষিতে ২০১৮ সালের ১০ নভেম্বর জকিগঞ্জ থানায় তিনি ৩৮৫ পেনাল কোড-১৮৬০ চাঁদা দাবী করার অপরাধে একটি মামলা দায়ের করেন। দীর্ঘ প্রায় ৭ বছরের মাথায় চাঞ্চল্যকর এ রায়ে বাদী আদালতের প্রতি সন্তুষ্টি ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
উল্লেখ্য যে, বহু পরিচয়ধারী এটিএম ফয়ছল মূলত জকিগঞ্জ উপজেলা কৃষক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক। বিগত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় তার বিরুদ্ধে আরও একাধিক মামলা রয়েছে। সে নানা সময়ে নানা পরিচয়ে মানুষকে বিপাকে ফেলে প্রতারণার মাধ্যমে চাঁদা আদায় করে বলে একাধিক অভিযোগ রয়েছে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
জকিগঞ্জ সংবাদ-এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
প্রতিষ্ঠাতা: রহমত আলী হেলালী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট