জকিগঞ্জ বাজারের উন্নয়ন ও শৃঙ্খলা ফিরিয়ে আনার লক্ষ্যে এবং বাজার ব্যবস্থাপনা কমিটির নির্বাচনের দাবিতে জকিগঞ্জ পৌরসভা প্রশাসকের সাথে সাক্ষাৎ করে ব্যবসায়ীদের পক্ষে একটি প্রতিনিধি দল স্মারকলিপি প্রদান করেছে।
মঙ্গলবার (৬ মে) জকিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও বর্তমান পৌরসভার প্রশাসক মাহবুবুর রহমানের সাথে সাক্ষাৎ শেষে তিন শতাধিক ব্যবসায়ীদের সাক্ষর সম্বলিত স্মারকলিপি প্রদান করা হয়।
সাক্ষাৎকালে জকিগঞ্জ বাজারের ব্যবসায়ীগণ জকিগঞ্জ বাজারের পরিস্কার পরিচ্ছন্নতা, ব্যবসা প্রতিষ্ঠানের নিরাপত্তাহীনতা, বাজারের বিশৃঙ্খল ট্রাফিক ব্যবস্থা সহ বাজারের ব্যবসায়ীদের বিভিন্ন সমস্যা তুলে ধরেন এবং এসবের সমাধানে প্রশাসনের সহযোগিতা কামনা করেন। ব্যবসায়ী প্রতিনিধিরা বাজারের সামগ্রিক পরিবেশ ফিরিয়ে আনার জন্য দ্রুততম সময়ের মধ্যে একটি বাজার ব্যবস্থাপনা কমিটির নির্বাচনের দাবি জানান।
এ সময় ইউএনও তাদের স্মারকলিপি গ্রহণ করে জকিগঞ্জ পৌরসভার সংশ্লিষ্ট কর্মকর্তাকে এ বিষয়ে ব্যবস্থা গ্রহণের নির্দেশ প্রদান করেন। তিনি জকিগঞ্জ বাজারের চলমান বিভিন্ন সমস্যা সমাধানের জন্য ব্যবসায়ীদের সাথে আলোচনা করে ব্যবস্থা গ্রহণের আশ্বাস প্রদান করেন।
স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন জকিগঞ্জ বাজারের ব্যবসায়ী প্রতিনিধি আতিকুর রহমান, আলতা হোসেন, ময়নুল ইসলাম, নুরুল হুদা, কামরুল ইসলাম বুলবুল, মিজানুর রহমান, শ্রমিক নেতা আলি আকবর রাসেল, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে জেলা কমিটির সংগঠক রেদোয়ান আহমেদ রাফি, সদস্য জুবের আহমদ ও হাফিজ আহমদ প্রমুখ।
Leave a Reply