1. admin@zakiganjsangbad.com : admin :
শুক্রবার, ০৪ জুলাই ২০২৫, ০৬:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
জকিগঞ্জে ৪০ বছর ইমামতি শেষে মাওলানা আব্দুল কাদিরের বিদায় মুহূর্তে রাজকীয় সংবর্ধনা প্রদান পিআর পদ্ধতিতে নির্বাচন ‘র’ একটি নীল নকশা-মাওলানা উবায়দুল্লাহ ফারুক নিজ এলাকায় সংবর্ধিত হলেন তরুণ ফুটবলার মোঃ মুসা আল গণি জকিগঞ্জের মুনশীবাজার জামেয়ার প্রয়াত শিক্ষকগণের জীবন ও কর্ম শীর্ষক আলোচনা সভা ও দু’আ মাহফিল সম্পন্ন জকিগঞ্জ উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত নিজের পকেটের টাকায় আমি মানুষের জন্য কাজ করেছি–ইকবাল আহমদ জকিগঞ্জে কর্মরত সাংবাদিকদের সাথে জামায়াত প্রার্থীর মতবিনিময় জকিগঞ্জে কুশিয়ারা নদীর বেড়িবাঁধ মেরামত কাজ পরিদর্শন করেছে জনদাবী আদায় পরিষদ জকিগঞ্জে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ জকিগঞ্জে আল-ইসলাহ’র পবিত্র মুহররম ও আশুরার তাৎপর্য শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

নিজের পকেটের টাকায় আমি মানুষের জন্য কাজ করেছি–ইকবাল আহমদ

মোঃ মাহবুবুল করিম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩ জুলাই, ২০২৫
  • ৩৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

সিলেট জেলা বিএনপি’র সহ সভাপতি ও সিলেট জেলা কৃষক দলের আহবায়ক ইকবাল আহমদ বলেছেন, জকিগঞ্জ-কানাইঘাটে এখন আমরা অনেক প্রার্থী দেখি। আমাদের ভালো লাগে যে, জকিগঞ্জ-কানাইঘাটে এত যোগ্য নেতৃবৃন্দ রয়েছেন। আমরা চাই আপনাদের নিয়ে অহংকার করতে। কিন্তু আপনাদের প্রতি অনুরোধ, শুধু নির্বাচন আসলে মানুষের কাছে আসবেন না। সব সময় মানুষের পাঁশে থাকবেন।
তিনি বলেন, নির্বাচনে কোন টাকা লাগে না, যার দৃষ্টান্ত আশিক চৌধুরী ও আমি। জনগণ আমাকে বারবার নির্বাচিত করেছেন, আমি হলফ করে বলতে পারি আজ পর্যন্ত আমি নির্বাচনের জন্য কাউকে এক টাকাও দেইনি। আমি মানুষের জন্য কাজ করেছি।
তিনি আরও বলেন, বিএনপি যখন ক্ষমতায় ছিল, আমি এবং আশিক চৌধুরী জকিগঞ্জ-কানাইঘাটের ফাইল নিয়ে দুই উপজেলার উন্নয়নের জন্য নিজ খরচে সিলেট ও ঢাকায় বারবার গিয়েছি। জকিগঞ্জের পল্লী বিদ্যুৎ, শেওলা-জকিগঞ্জ রাস্তা, আটগ্রাম-জকিগঞ্জ রাস্তা, কালিগঞ্জ-জকিগঞ্জ রাস্তাসহ জকিগঞ্জের ব্রিজ-কালভার্ট এবং বিভিন্ন উন্নয়ন কাজের জন্য বারবার ঢাকায় গিয়েছি।অনেক নেতা তখন অনেক ক্ষমতা সম্পন্ন ছিলেন। নিজের আখের গুছিয়েছেন। কিন্তু নিজের পকেট থেকে এক টাকা খরচ করে নিজের দলের জন্য কিংবা এলাকার জন্য কাজ করতে দেখিনি।
বুধবার (২রা জুলাই) জকিগঞ্জ উপজেলার আটগ্রাম বাসস্টেশনে কাজলসার ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগি সংগঠনের উদ্যোগে তাকে দেয়া এক সংবর্ধনার জবাবে এসব কথা বলেন।
৩নং কাজলসার ইউনিয়ন বিএনপির সহ সভাপতি আব্দুল খালিকের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন ছাত্রদল নেতা আবু তায়্যিব।
সাবেক ছাত্রদল নেতা ইমরান আহমদ তাপাদার ও সিলেট মহানগর ছাত্রদলের সহ সাধারণ সম্পাদক মুন্না চৌধুরী’র যৌথ উপস্থাপনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির ক্ষুদ্র ও ঋণ বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক।
প্রধান বক্তার বক্তব্য রাখেন সিলেট জেলা বিএনপির উপদেষ্টা ও কানাইঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আশিক উদ্দিন চৌধুরী।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন কানাইঘাট উপজেলা বিএনপির সভাপতি সাবেক চেয়ারম্যান মামুনুর রশীদ, জকিগঞ্জ পৌর বিএনপি’র সভাপতি মাসুক আহমদ, সিলেট জেলা যুবদলের যুগ্ম সম্পাদক আব্দুল করিম, কাজলসার ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি কাতার প্রবাসী আবুল কালাম আজাদ, ছাত্রদলের সাবেক সভাপতি কুয়েত প্রবাসী কামরুল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন সিলেট জেলা কৃষকদলের আহ্বায়ক কমিটির সদস্য মুনিম আহমদ, জকিগঞ্জ সদর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুস শহিদ চুনু, জকিগঞ্জ ইউনাইটেড এসোসিয়েশনের সহ সভাপতি বিএনপি নেতা কয়েছ আহমদ, দীঘিরপার ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুন নুর, উপজেলা যুবদলের সাবেক সহ সভাপতি আব্দুল মালেক ও ছাত্রদল নেতা নোমান আহমদ প্রমুখ।
নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন জকিগঞ্জ পৌর বিএনপির সহ সভাপতি তেরা মিয়া, যুগ্ম সম্পাদক গফুর আহমদ, সহ সাধারণ সম্পাদক ফয়জুল ইসলাম, সহ সাধারণ সম্পাদক সুমন আহমদ, উপজেলা কৃষকদল নেতা হারুনর রশীদ শাহ, সিরাজ আহমদ চৌধুরী, নমিক আহমদ, জসিম উদ্দীন, উপজেলা শ্রমিকদল নেতা এবাদ আহমেদ, হাসান আহমেদ, উপজেলা যুবদল নেতা আবুল হোসেন, একরাম আহমদ চৌধুরী, হুমায়ুন রশিদ মামুন, পৌর ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক জাহেদ আহমদ, জিসান আহমদ, আব্দুর রউফ, হাসান আহমদ, জেলা ছাত্রদলের সদস্য আলমগীর হোসেন চৌধুরী, তারেক আহমদ, উপজেলা ছাত্রদল নেতা ফাহিম সাহরিয়ার, দেলোয়ার হোসেন, সাদিক আহমদ চৌ, রাজা আহমদ, জিসান আহমদ, রুজেল, সাফওয়ান, সালমান প্রমুখ
অনুষ্ঠান শেষে সংবর্ধিত অতিথি সিলেট জেলা কৃষকদলের নবনির্বাচিত আহবায়ক ইকবাল আহমদকে ফুলেল শুভেচ্ছা ও ক্রেস্ট প্রদান করা হয়।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
জকিগঞ্জ সংবাদ-এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
প্রতিষ্ঠাতা: রহমত আলী হেলালী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট