রাজধানীর পুরান ঢাকায় স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতালের সামনের সড়কে লাল চাঁদ ওরফে সোহাগ (৩৯) নামের এক ব্যবসায়ীকে পিটিয়ে ও কুপিয়ে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে সিলেট জেলার সীমান্তবর্তী জকিগঞ্জ উপজেলায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১২ জুলাই) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে জকিগঞ্জ শহরে বিক্ষোভ মিছিল শেষে স্থানীয় এম এ হক চত্বরে প্রতিবাদ সভায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও বিভিন্ন ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সিলেট জেলা সদস্য আবু ওমর জুবেরের পরিচালনায় এতে বক্তব্য রাখেন সিলেট জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম নেতা হাবিবুর রহমান ও নাজিম উদ্দিন।
এছাড়াও বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস জকিগঞ্জ উপজেলা শাখার পক্ষ থেকে এম এ উসামা, ছাত্র জমিয়ত, বাংলাদেশ জকিগঞ্জ উপজেলা শাখার পক্ষ থেকে এইচ এম হাবিব ও ছাত্র অধিকার পরিষদ জকিগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক লুৎফুর রহমান চৌধুরী বক্তব্য রাখেন।
বিক্ষোভ মিছিলটি জকিগঞ্জ শহরের প্রাণকেন্দ্র জকিগঞ্জ বাজার প্রদক্ষিণ শেষে জকিগঞ্জ এম এ হক চত্বরে প্রতিবাদ সভায় মিলিত হয়। মিছিলে পুরান ঢাকার ব্যবসায়ী সোহাগ হত্যার প্রতিবাদে নানা ধরণের শ্লোগান দেন তারা।
প্রতিবাদ সভায় বক্তারা বলেন, এই চাঁদাবাজি ও সন্ত্রাসের আমরা বিচার চাই। শুধু সোহাগ নয়, গত ১০ মাসে বিভিন্ন রাজনৈতিক পরিচয়ধারী সন্ত্রাসীদের হাতে অসংখ্য মানুষ খুন হয়েছেন। প্রতিটি হত্যার বিচার করতে হবে।
তারা বলেন, ৫ আগস্টের পর থেকে আমরা দেশকে নতুন করে গুছিয়ে তোলার চেষ্টা করেছি। কিন্তু এই পথে একমাত্র বাধা এসব সন্ত্রাসী দল। ভিডিও ফুটেজে দেখা গেছে, চাঁদাবাজরা একজন ব্যবসায়ীকে পাথর দিয়ে হত্যা করছে। গত বুধবার পুরান ঢাকার মিটফোর্ড হাসপাতালের সামনের সড়কে ভাঙারি ব্যবসায়ী সোহাগকে এলোপাতাড়ি আঘাত করে ও কুপিয়ে নৃশংসভাবে হত্যা করা হয়। যা অতিতের সকল জুলুমের রেকর্ড ভঙ্গ করেছে।
Leave a Reply