আজ শনিবার ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিতব্য জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সমাবেশ সফল করার লক্ষ্যে সিলেটের জকিগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে প্রচার মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৭ জুলাই) বিকালে উপজেলা জামায়াত কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য মিছিল বের হয়। মিছিলটি জকিগঞ্জ শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে স্থানীয় এম.এ.হক চত্বরে এক সমাবেশে মিলিত হয়।
উপজেলা জামায়াতের আমীর মাওলানা জালাল উদ্দিনের সভাপতিত্বে ও উপজেলা জামায়াতের যুব বিভাগের সভাপতি আবিদুর রহমানের পরিচালনায় এতে বক্তব্য রাখেন জামায়াত নেতা ফয়জুল ইসলাম চৌধুরী।
এ সময় উপস্থিত ছিলেন, জকিগঞ্জ পৌর জামায়াতের সভাপতি আবু রুশদ মোঃ ইকবাল, জামায়াত নেতা মাওলানা জামিল আহমদ, মাস্টার মুহি উদ্দিন আহমদ, জকিগঞ্জ উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি দেলোয়ার হোসেন লস্কর, জামায়াত নেতা আজিজুর রহমান মেম্বার, জকিগঞ্জ উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আব্দুস সামাদ তাপাদার ও সহ সভাপতি আবুল কালাম আজাদসহ উপজেলা ও ইউনিয়ন দায়িত্বশীলবৃন্দরা।
সমাবেশে বক্তরা বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানের লক্ষ্যে, লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতকরণ জুলাইসহ সকল গণহত্যার বিচার, প্রয়োজনীয় মৌলিক সংস্কার, জুলাই সনদ ও ঘোষণাপত্র বাস্তবায়ন,জুলাই গণঅভ্যুত্থানে শহিদ ও আহতদের পরিবারের পুনর্বাসন, পি আর পদ্ধতিতে জাতীয় নির্বাচন, এক কোটির বেশি প্রবাসীর ভোট প্রদানের ব্যবস্থা করতে হবে।
এছাড়াও গোপালগঞ্জে এনসিপি’র পদযাত্রায় আওয়ামী সন্ত্রাসীদের হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
Leave a Reply