বিএনপি’র বিরুদ্ধে চলমান ষড়যন্ত্র ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদে জকিগঞ্জ উপজেলা ও পৌর বিএনপি’র উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৫ জুলাই) বিকেলে প্রচণ্ড বৃষ্টি উপেক্ষা করে জকিগঞ্জ ডাক বাংলো থেকে মিছিলটি শুরু হয়ে জকিগঞ্জ বাজার প্রদক্ষিণ করে স্থানীয় এম এ হক চত্বরে এক প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।
এ সময় দলীয় নেতাকর্মীরা বিএনপি ও তারেক রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্রের তীব্র প্রতিবাদ জানিয়ে বিভিন্ন স্লোগানে স্লোগানে রাজপথ মুখর করে তোলেন।
জকিগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি শফিকুর রহমানের সভাপতিত্বে সমাবেশ পরিচালনা করেন বিএনপি’র উপজেলা সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন সেলিম ও পৌর সাধারণ সম্পাদক শিব্বির আহমদ রনি।
এতে বক্তব্য রাখেন সিলেট জেলা বিএনপি’র উপদেষ্টা মন্ডলীর অন্যতম সদস্য অধ্যাপক বদরুল হক বাদল, সিলেট জেলা বিএনপি’র সাবেক সদস্য পৌর কাউন্সিলর রিপন আহমদ, জকিগঞ্জ পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুস শাকুর, উপজেলা বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা যুবদল আহবায়ক মাসুক আহমদ, সাংগঠনিক সম্পাদক হাসান আহমদ, সিলেট জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক ও জকিগঞ্জ উপজেলা যুবদলের সদস্য সচিব মাছুম আহমদ, বিএনপি নেতা আব্দুল মালিক মলিক, রুহেল আহমদ, হিফজুর রহমান, উপজেলা যুবদল যুগ্ম আহবায়ক সেলিম আহমদ, আব্দুল্লাহ আল হাসান, পৌর যুবদল যুগ্ম আহবায়ক মুনিরুল ইসলাম রাজন, সাবেল আহমদ, মাজেদ আহমদ,জুবেল আহমদ, উপজেলা ছাত্রদল আহবায়ক কামরুল ইসলাম চৌধুরী, পৌর ছাত্রদল আহবায়ক জবরুল ইসলাম ইমন ও জকিগঞ্জ সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি ছাব্বির আহমদ প্রমুখ।
বক্তারা বলেন, দৃশ্য অদৃশ্য দেশ বিরোধী শক্তির ইন্ধনে বিএনপি ও তারেক রহমানকে নিয়ে যে অপপ্রচার চালানো হচ্ছে, তা জনগণ কোনোভাবেই মেনে নেবে না। এদেশের আপামর জনগণ অচিরেই এর জবাব রাজপথে ও ধানের শীষে ভোটের মাধ্যমে দেবে। তারেক রহমান এই দেশের গণতন্ত্রের শেষ আশার প্রতীক। তার বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে জাতিকে ধোকা দেওয়া যাবে না। আমরা রাজপথে আছি, থাকবো ইনশাআল্লাহ।
তিনি আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে ধারাবাহিক ষড়যন্ত্র, মিথ্যাচার ও অপপ্রচারের প্রতিবাদে, মিটফোর্ডে সংঘটিত পাশবিক হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিসহ গোপন তৎপরতায় অভ্যস্ত একটি গুপ্ত সংগঠনের মাধ্যমে পরিকল্পিতভাবে মব সৃষ্টির অপচেষ্টা ও সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর প্রতিবাদ ও জনগণকে ভুলভাল বুঝানোর অপচেষ্টাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।
Leave a Reply