খেলাফত মজলিস জকিগঞ্জ উপজেলা শাখার অন্তর্গত ৩নং কাজলসার ইউনিয়ন শাখার কমিটি পুনর্গঠন করা হয়েছে। শুক্রবার (২৫ জুলাই) সন্ধ্যা ৭ ঘটিকায় স্থানীয় গোটারগ্রাম জামে মসজিদের সম্মুখে মজলিসে শুরার অধিবেশনে এ কমিটি গঠন করা হয়।
সাবেক ইউপি সদস্য মাওলানা কফিলুজ্জামান কফিল-এর সভাপতিত্বে ও শিক্ষক মাওলানা এখলাছুর রহমানের পরিচালনায় এতে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে উপস্থিত ছিলেন জকিগঞ্জ উপজেলা খেলাফত মজলিসের সাধারণ সম্পাদক মাওলানা আলাউদ্দিন তাপাদার। সহকারী নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন জকিগঞ্জ উপজেলা খেলাফত মজলিসের সহ সাধারণ সম্পাদক হাফিজ আব্দুল হালিম ও সাংগঠনিক সম্পাদক আব্দুল হামিদ জালাল। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চিকিৎসক মঈন উদ্দিন আর রশীদ।
শুরা অধিবেশনে সকলের মতামতের ভিত্তিতে সাবেক ইউপি সদস্য ও উপজেলা খেলাফত মজলিসের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাওলানা কফিলুজ্জামান (কফিল)-কে সভাপতি ও শিক্ষক মাওলানা এখলাছুর রহমান-কে সাধারণ সম্পাদক করে ২০২৫/২৬ সেশনের জন্য ১৭ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।
কমিটির বাকি দায়িত্বশীলরা হলেন, সহ সভাপতি নজরুল ইসলাম, সহ সভাপতি হারুনুর রশীদ, সহ সভাপতি আবু জাফর সেলিম, সহ সাধারণ সম্পাদক মাওলানা বিলাল আহমদ, সাংগঠনিক সম্পাদক জাফরুল হাসান ও মাহবুব আলম লস্কর, বায়তুলমাল সম্পাদক মাওলানা আফজল হোসাইন, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা আলী আহমদ, অফিস সম্পাদক
মাওলানা আবু বকর চৌধুরী, সমাজকল্যান সম্পাদক
সাদিক রাহমান, প্রচার সম্পাদক মাওলানা রায়হান উদ্দিন, নির্বাহী সদস্য মাওলানা সাদিকুর রহমান, মামুনুর রশীদ ও কবির আহমদ।
কমিটি গঠন শেষে নবগঠিত কমিটির দায়িত্বশীলবৃন্দ সিলেট-৫ আসনে খেলাফত মজলিস মনোনীত প্রার্থী মাওলানা মুফতি আবুল হাসান সাহেবের হাতকে শক্তিশালী করতে ইউনিয়নের প্রতিটি ঘরে ঘরে দেয়াল ঘড়ি দাওয়াত পৌঁছে দেয়ার প্রতিশ্রুতি ব্যাক্ত করেন।
Leave a Reply