বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির জকিগঞ্জ উপজেলা শাখার সংবর্ধনা পেয়েছে এসএসসি/দাখিল ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ও উত্তীর্ণ পাঁচ শতাধিক কৃতি শিক্ষার্থী।
শনিবার (২৬ জুলাই) সকাল ১০টা ৩০ মিনিটের সময় জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারস্থ ‘জান্নাত কনভেনশন হলে’ বর্ণাঢ্য এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
জকিগঞ্জ উপজেলা ছাত্রশিবিরের সভাপতি নাজির আহমেদ আফজালের সভাপতিত্বে ও সেক্রেটারি খালিদ হাসান চৌধুরী রাহীর সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন ছাত্রশিবিরের সাথী মিনহাজ আহমদ।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সিলেট জেলা শাখার নায়েবে আমীর হাফিজ মাওলানা আনওয়ার হোসাইন খাঁন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা (পূর্ব) শাখা ছাত্রশিবিরের সভাপতি আবু আইয়ুব মঞ্জু, সিলেট মহানগর ছাত্রশিবিরের সাবেক সাংগঠনিক সম্পাদক প্রভাষক রেজাউল করিম, জকিগঞ্জ উপজেলা জামায়াতের সাবেক আমীর ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান গোলাম রোকবানী চৌধুরী জাবেদ ও জামায়াতে ইসলামী জকিগঞ্জ উপজেলা শাখার সেক্রেটারি সারওয়ার হোসাইন।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন ছাত্রশিবিরের উপজেলা শাখার অফিস ও এইচআরডি সম্পাদক নাজিম আহমদ চৌধুরী, অর্থ ও কলেজ সম্পাদক ফজল আহমদ, সাহিত্য সম্পাদক সাইফ ইসলাম চৌধুরী, প্রকাশনা সম্পাদক গিলমান আহমদ চৌধুরী, প্রচার সম্পাদক এম এ হাফিজ ও সুলতানপুর ইউনিয়ন সভাপতি জাবেদ আহমেদ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ছাত্র শিবির জকিগঞ্জ সরকারি কলেজ সভাপতি সাকিব আহমদ, ইছামতি ডিগ্রি কলেজ সভাপতি নাইম আহমেদ চৌধুরী, ছিদ্দিক আহমেদ, জাহিদ আহমেদ, রেজাউল করিম, রুযেল আহমদ, আবু আহমদ আবিদ ও আবুল কালাম প্রমুখ।
অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ জকিগঞ্জ উপজেলা ছাত্রশিবিরের পক্ষ থেকে এবারের এসএসসি/দাখিল ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের ক্রেস্ট, সনদ ও পুরস্কার তুলে দেন। পরে সভাপতির সমাপনী বক্তব্যের মাধ্যমে সংবর্ধনা অনুষ্ঠানের আনুষ্ঠানিক কার্যক্রম সমাপ্তি হয়।
Leave a Reply