পার্থ সারথি ভগবান শ্রীকৃষ্ণের শুভ আবির্ভাব তিথি শ্রী শ্রী জন্মাষ্টমী উদযাপন উপলক্ষে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২ আগস্ট) সকাল ১১ ঘটিকায় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, জকিগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে জকিগঞ্জ পৌরসভার ছয়লেন কেন্দ্রীয় মন্দিরে এ সভা অনুষ্ঠিত হয়।
জকিগঞ্জ উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সঞ্জয় চন্দ্র নাথের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রাজস বিশ্বাসের পরিচালনায় সভার শুরুতে গীতা পাঠ করেন গৌরাঙ্গ বিশ্বাস।
সভায় বক্তারা বলেন, জন্মাষ্টমী কেবল একটি ধর্মীয় উৎসব নয়, এটি আমাদের আত্মিক পরিশুদ্ধি, মানবতা ও ন্যায়ের বার্তা নিয়ে আসে। বর্তমান প্রজন্মকে শ্রীকৃষ্ণের শিক্ষা ও আদর্শে উদ্বুদ্ধ করতে এ উৎসব বড় ভূমিকা রাখতে পারে। তারা উৎসবকে নির্বিঘ্ন, শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে উদযাপনে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
সভায় বক্তব্য রাখেন- সিলেট জেলা পূজা উদযাপন পরিষদের সদস্য জ্যোতিষ চন্দ্র পাল, উপজেলা সহ-সভাপতি হীরালাল বিশ্বাস, অরুণ দাস, লিপন রায়, রাধা রঞ্জন রায়, অলক কর মিশু, নয়ন বিশ্বাস, অমৃত রায়, সাগর নাথ, জগন বিশ্বাসসহ আরও অনেকে।
সভায় সর্বসম্মতিক্রমে মুক্তালাল রায়কে সভাপতি, কাজল দাসকে সাধারণ সম্পাদক ও দুলন বিশ্বাসকে কোষাধ্যক্ষ করে ৫১ সদস্য বিশিষ্ট জন্মাষ্টমী উদযাপন কমিটি গঠন করা হয়।
সভায় উপস্থিত সকলে আসন্ন জন্মাষ্টমী উৎসবকে সাফল্যমণ্ডিত করতে সর্বাত্মক সহযোগিতার অঙ্গীকার করেন।
Leave a Reply