নানা চড়াই উৎরাই পেরিয়ে অবশেষে দীর্ঘ সাড়ে তিন বছর আইনী লড়াই শেষে বিজয়ী হয়ে জকিগঞ্জ উপজেলার ৫নং জকিগঞ্জ ইউনিয়ন পরিষদ-এর চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন হাসান আহমদ। মঙ্গলবার (৫ আগস্ট) দুপুরে এলাকাবাসী, রাজনৈতিক নেতৃবৃন্দ ও ইউনিয়ন পরিষদ সদস্যদের উপস্থিতিতে তিনি আনুষ্ঠানিক দায়িত্ব গ্রহণ করেন।
এ উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা সমাজসেবা অফিসার ও ইউনিয়ন পরিষদ প্রশাসক বিনয় ভূষণ দাস। ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা সাইফুর রহমান শিপনের পরিচালনায় এতে আমন্ত্রিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জকিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ইকবাল আহমদ, জকিগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মুফতি আবুল হাসান ও জকিগঞ্জ ইউনিয়ন পরিষদ-এর সাবেক চেয়ারম্যান খলিলুর রহমান।
উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মোঃ আসাদ হোসেন, সংরক্ষিত ১নং ওয়ার্ড সদস্য নাছিমা বেগম লেচু, সংরক্ষিত ২নং ওয়ার্ড সদস্য সুমা বেগম, সংরক্ষিত ৩নং ওয়ার্ড সদস্য সজনা বেগম, ১নং সাধারণ ওয়ার্ড সদস্য আলিম উদ্দিন, ২নং সাধারণ ওয়ার্ড সদস্য লুৎফুর রহমান, ৩নং সাধারণ ওয়ার্ড সদস্য রিয়াজ উদ্দিন, ৫নং সাধারণ ওয়ার্ড সদস্য মারুফ আহমদ, ৬নং সাধারণ ওয়ার্ড সদস্য রিয়াজুল ইসলাম রাজু, ৮নং সাধারণ ওয়ার্ড সদস্য আব্দুল বাছিত, ৯নং সাধারণ ওয়ার্ড সদস্য বদরুল আলম, সিলেট জেলা কৃষক দল নেতা মুনিম আহমদ, জকিগঞ্জ পৌরসভা বিএনপির সহ সভাপতি জামাল আহমদ, যুগ্ম সম্পাদক ফয়জুল ইসলাম, সহ সাধারণ সম্পাদক সুমন আহমদ, জকিগঞ্জ সদর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুস শহীদ চুনু ও জকিগঞ্জ সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক সুলতান আহমদসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠান শেষে জকিগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মুফতি আবুল হাসান মোনাজাত করেন এবং ইউনিয়ন পরিষদ প্রশাসক বিনয় ভূষণ দাস নতুন চেয়ারম্যান হাসান আহমদের নিকট দায়িত্ব হস্তান্তর করেন।
উল্লেখ্য যে, ২০২২ সালের ৫ জানুয়ারী জকিগঞ্জ ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ফলাফলে ৩ হাজার ১৩৭ ভোট পেয়ে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী আফতাব আহমদকে চেয়ারম্যান ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী বিএনপি নেতা হাসান আহমদ চশমা প্রতীকে পান ২ হাজার ৯৭৮ ভোট। বিজয়ী ও নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থীর মধ্যে ১৫৯ টি ভোটের ব্যবধান দেখানো হলে ভোট কারচুপির অভিযোগ এনে পুনঃগণনার জন্য সিলেট নির্বাচনী ট্রাইব্যুনাল আদালতে মামলা করেন হাসান আহমদ। নির্বাচনী মামলা নং ০২/২০২২। দীর্ঘ সাড়ে তিন বছর পর গণনা শেষে ৭৮ ভোট বেশি পাওয়ায় তার পক্ষে রায় ঘোষণা করেন সিনিয়র সহকারী জজ আদালত, সিলেট-এর বিজ্ঞ বিচারক।
Leave a Reply