সিলেট-৫ (জকিগঞ্জ-কানাইঘাট) আসন থেকে এমপি প্রার্থী হিসাবে বিএনপির মনোনয়ন প্রত্যাশী সংযুক্ত আরব আমিরাত বিএনপি’র সাবেক সভাপতি ও বর্তমান আহবায়ক জাকির হোসাইন নিজ এলাকাবাসীর সাথে মতবিনিময় করেছেন।
শনিবার (৯ আগস্ট) রাতে জকিগঞ্জ পৌর এলাকায় বৃহত্তর খলাছড়া এলাকাবাসী এ মতবিনিময়ের আয়োজন করেন।
বিশিষ্ট মুরব্বী ডাঃ আব্দুর রহিম-এর সভাপতিত্বে ও ছাত্রদল নেতা মহসিন আহমদ-এর পরিচালনায় এতে প্রধান অতিথি’র বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার স্নেহভাজন ও বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের আস্থাভাজন জাকির হোসাইন।
মতবিনিময় সভায় বক্তব্য রাখেন জকিগঞ্জ পৌরসভা বিএনপির সাবেক সভাপতি বদরুল হক বাদল, জকিগঞ্জ উপজেলা বিএনপির সহ সভাপতি আব্দুল করিম, বিশিষ্ট ব্যবসায়ী ইমরান হোসাইন, খলাছড়া ইউনিয়ন পরিষদের সদস্য আব্দুল আজিজ আলাই, মোস্তফা আহমদ, বিশিষ্ট মুরব্বি আব্দুল মানিক, আব্দুস ছালাম, সিলেট জেলা ছাত্রদলের সহ সভাপতি আহমেদ ফেরদৌস সাকের, জকিগঞ্জ পৌরসভা বিএনপির সহ সভাপতি মুনিম আহমদ, আরব আমিরাত উম্ম আল কোয়াইন বিএনপির সাধারণ সম্পাদক কয়েছ আহমদ, জকিগঞ্জ পৌরসভার ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি খলকু মিয়া, খলাছড়া ইউনিয়ন বিএনপি নেতা মানিক আহমদ, যুবদল নেতা নেজাম আহমদ, লুৎফুর রহমান জিসান, ফজলে আশরাফ মান্না, জাবেদ আহমদ, জাহেদ আহমদ, জাকির আহমদ, এমাদ উদ্দিন ও ছাত্রদল নেতা এহিয়া আহমদ প্রমুখ।
এছাড়াও মতবিনিময় সভায় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, মুরব্বীয়ানে কেরাম ও বিএনপি অঙ্গ সহযোগি সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
Leave a Reply