জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সভাপতি ও সিলেট-৫ (জকিগঞ্জ-কানাইঘাট) আসনে জমিয়ত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী আল্লামা উবায়দুল্লাহ ফারুক বলেছেন, জমিয়তের ইতিহাস কোনো সাম্প্রতিক দিনের গল্প নয়। এটি ব্রিটিশ বিরোধী স্বাধীনতা সংগ্রামের অংশ। ১৯১৯ সালে দিল্লিতে আলেমদের হাত ধরে জমিয়ত উলামায়ে হিন্দ প্রতিষ্ঠিত হয়। আর এই জমিয়তের নেতৃত্বে ছিলেন শায়খুল হিন্দ মাওলানা মাহমুদুল হাসান ও মাওলানা হুসাইন আহমদ মাদানী’র মতো অনেক মহাপুরুষ।রেশমী রুমাল আন্দোলন, খিলাফত ও অসহযোগ আন্দোলন-সবখানেই জমিয়তের নেতারা সামনের সারিতে থেকে সংগ্রাম করেছেন। কারাবরণ, নির্যাতন, আত্মত্যাগ—সব কিছুই তারা করেছেন। এসব কিছুই ছিল দেশের স্বাধীনতা ও মুসলমানদের ঈমান রক্ষার জন্য। বাংলাদেশে সেই সংগ্রামের ধারাবাহিকতার উত্তরসূরি আমরা। আমাদের লক্ষ্য শুধু ব্যক্তিগত সাফল্য নয়-বরং দেশ, দ্বীন ও জনগণের অধিকার রক্ষায় অবিচল থাকা। তাই শতবর্ষের ইতিহাসকে লালন করে সবাইকে জমিয়তের পতাকা তলে আসতে হবে
তিনি বৃহস্পতিবার (১৪ আগস্ট) বিকালে ছাত্র জমিয়ত জকিগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে আটগ্রাম বাসষ্টেশনস্থ রুনা এন্ড মান্না কমিউনিটি সেন্টারে আয়োজিত কর্মী সম্মেলন ও এসএসসি-দাখিল উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
ছাত্র জমিয়ত জকিগঞ্জ উপজেলা শাখার সভাপতি কাজী মনসুর আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত এ কর্মী সম্মেলন ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠান পরিচালনা করেন ছাত্র জমিয়ত জকিগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ আজমল আহমদ ও সহ সাধারণ সম্পাদক শাকির আহমদ।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জমিয়তে উলামায়ে ইসলাম সিলেট জেলা (উত্তর) শাখার সাধারণ সম্পাদক মুফতি ইবাদুর রহমান, জমিয়তে উলামায়ে ইসলাম জকিগঞ্জ উপজেলা শাখার সভাপতি মাওলানা জাওয়াদুর রহমান, সহ সভাপতি মাওলানা বিলাল আহমদ ইমরান ও সাধারণ সম্পাদক মুফতি মাহমুদ হোসাইন।
প্রধান বক্তার বক্তব্য রাখেন ছাত্র জমিয়ত সিলেট জেলা (দক্ষিণ) শাখার সভাপতি কাউসার আহমদ।
আমন্ত্রিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জনকল্যাণ সোসাইটি, জকিগঞ্জ-এর সহ সাধারণ সম্পাদক মাওলানা আবু আফিফা আতিকুর রহমান, মাওলানা আমির উদ্দিন, ছাত্র জমিয়ত সিলেট জেলা (উত্তর) শাখার সহ-সভাপতি লোকমান হাকিম, জমিয়তে উলামায়ে ইসলাম জকিগঞ্জ উপজেলা শাখার সহ সভাপতি মাওলানা বাহার উদ্দিন, হুমায়ুন কবির লস্কর কয়েছ, জকিগঞ্জ উপজেলা যুব জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা হাফিজ জুবায়ের আহমদ, সিলেট জেলা শ্রমিক জমিয়ত নেতা মাওলানা রুহুল আমিন, সাবেক ছাত্রনেতা কাজী ইমরান আহমদ ও ছাত্রনেতা ফয়সাল আহমেদ প্রমূখ।
সংবর্ধনা অনুষ্ঠান শেষে শতাধিক কৃতি শিক্ষার্থীকে ছাত্র জমিয়তের পক্ষ থেকে ক্রেস্ট, বই ও ব্যাগ তুলে দেয়া হয়।
Leave a Reply