বাংলাদেশ জামায়াতে ইসলামী’র কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও সিলেট জেলা নায়েবে আমীর এবং সিলেট-৫ (কানাইঘাট-জকিগঞ্জ) আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী হাফেজ মাওলানা আনওয়ার হোসাইন খান বলেছেন- আমাদের মাঝে রাজনৈতিক মতপার্থক্য থাকবেই। কিন্তু দেশের বৃহত্তর স্বার্থে সকল ভেদাভেদ ভুলে সবাইকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে।
তিনি আরও বলেন-পতিত স্বৈরাচাররা দীর্ঘ দেড় যুগ ইসলাম প্রিয় দেশপ্রেমিক জনতার উপর জুলুম নির্যাতন চালিয়েছে। গণঅভ্যূত্থানে পালিয়ে গিয়েও তারা বসে নেই। তিনি দেশ বিরোধী ফ্যাসিস্টদের চক্রান্ত, ষড়যন্ত্র, উসকানীমূলক কর্মকাণ্ড ও পাতানো ফাঁদে পা না দিয়ে দেশ ও জনগনের স্বার্থে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
বুধবার (২০ আগস্ট) দিনব্যাপী জকিগঞ্জ উপজেলার ১নং বারহাল ইউনিয়ন পরিষদ, কসকনকপুরের ইউনিয়ন অফিস এলাকা, হাতিডহর ও আটগ্রাম ষ্টেশন এলাকায় জনপ্রতিনিধি, গণমান্য ব্যক্তিবর্গ, বিশিষ্ট মুরব্বী, পেশাজীবি নেতৃবৃন্দ সহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের সাথে মতবিনিময়কালে উপরোক্ত কথাগুলো বলেন।
এ সময় উপস্থিত ছিলেন জকিগঞ্জ উপজেলা জামায়াত সেক্রেটারী ছরওয়ার হোসাইন, সিলেট জেলা ছাত্র শিবিরের সাবেক সভাপতি মারুফ আহমদ ও যুবনেতা আবিদুর রহমান প্রমূখ।
Leave a Reply