1. admin@zakiganjsangbad.com : admin :
শনিবার, ২৩ অগাস্ট ২০২৫, ০৩:১৭ অপরাহ্ন
শিরোনাম :
সৌদি আরবে দূর্ঘটনায় গুরুতর আহত জকিগঞ্জের সাহিদ দেশে ফিরতে চায় আল-ইসলাহ দাম্মাম শাখার কাউন্সিল সম্পন্ন জকিগঞ্জে পানিতে ডুবে শিশুর মৃত্যু জকিগঞ্জে আঞ্জুমানে হেফাজতে ইসলামের কমিটি পুনর্গঠন আগামী দিনে ন্যায় ও ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লার পক্ষে রায় দিন–মাওলানা হাফিজ আনওয়ার হোসাইন জকিগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রাজমিস্ত্রীর মৃত্যু জকিগঞ্জে স্কুলছাত্রী গণধর্ষণের ঘটনায় ঢাকা থেকে একজন আটক শেখ হাসিনা সরকারের কোন অন্যায় আমাকে থামাতে পারেনি–জাকির হোসেইন জকিগঞ্জের নিজ জন্মভুমিতে বিএনপি নেতাকর্মীদের ভালোবাসায় সিক্ত হলেন জাকির হোসাইন সকল ভেদাভেদ ভুলে দেশের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে— মাওলানা হাফিজ আনওয়ার হোসাইন খান

জকিগঞ্জের নিজ জন্মভুমিতে বিএনপি নেতাকর্মীদের ভালোবাসায় সিক্ত হলেন জাকির হোসাইন

মোহাম্মদ মাহবুবুল করিম
  • প্রকাশের সময় : বুধবার, ২০ আগস্ট, ২০২৫

আওয়ামী লীগ সরকারের রোষানলে পড়ে বিগত ১৪ বছর দেশে ফিরতে পারেননি সংযুক্ত আরব আমিরাত বিএনপির সাবেক সভাপতি ও বর্তমান আহবায়ক জাকির হোসাইন। দীর্ঘ একযুগ পর বিগত মাসের শুরুতে দেশে ফিরলে রাজধানী ঢাকা এবং সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে সংবর্ধনা প্রদান করেন কেন্দ্রীয় ও জেলা বিএনপি এবং অঙ্গ সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ। তাঁর নির্বাচনী এলাকার কানাইঘাটে দেয়া হয় বিশাল সংবর্ধনা। এবার তাকে সংবর্ধনা দিয়েছে তাঁর নিজ জন্মভুমি খলাছড়া ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ।
বুধবার (১৯ আগস্ট) বিকেলে জকিগঞ্জ উপজেলার ৪নং খলাছড়া ইউনিয়নের ঈদগাহ বাজার উচ্চ বিদ্যালয়ের মাঠে তাকে এ সংবর্ধনা প্রদান করা হয়। এসময় বিপুল সংখ্যক দলীয় নেতাকর্মী ও এলাকার সাধারণ লোকজন মিছিল সহকারে এসে অনুষ্ঠানে যোগ দেন।
৪নং খলাছড়া ইউনিয়ন বিএনপির সভাপতি মাসুক আহমদের সভাপতিত্বে ও যুবদল নেতা হিফজুর রহমানের পরিচালনায় অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন জকিগঞ্জ পৌরসভা বিএনপির সাবেক সভাপতি অধ্যাপক বদরুল হক বাদল।
সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন সংযুক্ত আরব আমিরাত বিএনপির আহবায়ক ও সিলেট-৫ আসনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী জাকির হোসাইন। তিনি তাঁর বক্তব্যে বলেন, দীর্ঘ এক যুগের বেশি সময় একাধারে বিদেশের মাটিতে কাটাতে হয়েছে আমাকে। বিদেশের মাটিতে থাকলেও আমার মন পড়ে থাকত দেশের মাঠিতে। স্বৈরাচার হাসিনা আমার পাসপোর্ট জব্দ করেছিল যাতে দেশে আসতে না পারি।
ধানের শীষের প্রার্থী হিসেবে নির্বাচনের বিষয়ে তিনি বলেন, দলের জন্য সেই ছাত্র জীবন থেকে কাজ করছি। কোন কিছু পাওয়ার আশায় দল করিনি। দলকে ভালোবেসে দেশের জন্য কাজ করে যাচ্ছি একাধারে। যেটি আমার নেতা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান পুরোপুরি অবগত রয়েছেন। অবহেলিত এ জনপদের উন্নয়নে তিনি উপযুক্ত জায়গায় ধানের শীষ তুলে দেবেন বলে আমার বিশ্বাস।
এসময় তিনি আরো বলেন, দলকে সুসংগঠিত এবং প্রতিটি এলাকায় গিয়ে কাজ করতে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আমাকে নির্দেশ প্রদান করেছেন। দলকে ঐক্যবদ্ধ করতে পারলে সিলেট-৫ আসনের ধানের শীষ অন্য কোথাও যাবে না।
অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্য রাখেন সিলেট জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও জকিগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি শফিকুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জকিগঞ্জ পৌর বিএনপির সভাপতি মাসুক আহমদ, সাধারণ সম্পাদক শিব্বির আহমদ রনি ও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হাসান আহমদ।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন-জকিগঞ্জ পৌর বিএনপির যুগ্ম সম্পাদক আব্দুল গফুর, প্রবীন বিএনপি নেতা আব্দুল মালিক, মানিকপুর ইউনিয়ন বিএনপি সভাপতি কবির আহমদ, সাধারণ সম্পাদক কাওছার আহমদ, পৌরসভা বিএনপি নেতা মুনিম আহমদ, আরব আমিরাত উম্মুল কোয়াইন বিএনপির সাধারণ সম্পাদক কয়েছ আহমদ, পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মনিরুল ইসলাম রাজন, জেলা যুবদলের সহ সাংগঠনিক সম্পাদক এমডি কামাল খান, সেচ্ছাসেবক দল নেতা ফজলে আশরাফ মান্না, যুবদল নেতা মাজেদ আহমদ, জাহেদ আহমদ, উপজেলা ছাত্রদলের আহবায়ক কামরুল ইসলাম চৌধুরী, সদস্য সচিব রায়হান আহমদ ও জকিগঞ্জ সরকারি কলেজ ছাত্রদল নেতা মাহফুজুর রহমান মাহি প্রমুখ।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
জকিগঞ্জ সংবাদ-এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
প্রতিষ্ঠাতা: রহমত আলী হেলালী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট