সংযুক্ত আরব আমিরাত বিএনপির আহবায়ক জাকির হোসেইন বলেছেন, জকিগঞ্জ-কানাইঘাটের মানুষ আমার প্রাণের মানুষ। আমার সংগ্রাম সবই আপনাদের জন্য। এক সময় আমাকে শেখ হাসিনা ও আওয়ামী লীগ সমাজচ্যুত করতে চেয়েছিল। দুবাইয়ে থাকাবস্থায় আমাকে জঙ্গি অর্থদাতা বানানোর মিথ্যা অপপ্রচারে আমাকে ঘিরে কঠিন পরিস্থিতির সৃষ্টি করা হয়েছিল। পাসপোর্ট নবায়ন বন্ধ, সামাজিক অনুষ্ঠানে আমার সঙ্গে যুক্ত হওয়া যে কারো জীবনের অন্যতম হুমকি হয়ে দাঁড়িয়েছিল। শুধু বিএনপি করার অপরাধে দেশে থাকা আমার পরিবারের সদস্যরা বিভিন্ন ভাবে নির্যাতনের স্বীকার যেমন হয়েছেন, তেমনি দেশে থাকা বিএনপি নেতাকর্মী অনেক মিথ্যা মামলায় জেল-জুলুম সহ্য করেছেন। কিন্তু শেখ হাসিনা ও আওয়ামী লীগ সরকারের এ সকল অন্যায় আমাকে থামাতে পারেনি।
তিনি বৃহস্পতিবার (২১ আগস্ট) বিকাল ৩ ঘটিকায় জকিগঞ্জে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও অনলাইন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের সাথে প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত এক মতবিনিময় সভায় এসব কথা বলেন।
জকিগঞ্জ প্রেসক্লাব সভাপতি আবুল খায়ের চৌধুরী’র সভাপতিত্বে ও যুগ্ম সম্পাদক এনামুল হক মুন্নার পরিচালনায় শুরুতে স্বাগত বক্তব্য রাখেন প্রেসক্লাব সাধারণ সম্পাদক শ্রীকান্ত পাল।
জকিগঞ্জ প্রেসক্লাব সদস্য মোঃ ইউনুছ আলীর পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে সুচিত এ সভায় বক্তব্য রাখেন সিলেট জেলা বিএনপির সহ সভাপতি ও জেলা কৃষকদলের আহবায়ক ইকবাল আহমদ, জকিগঞ্জ পৌর বিএনপির সভাপতি মাসুক আহমদ, সাবেক সভাপতি অধ্যাপক বদরুল হক বাদল, সাধারণ সম্পাদক শিব্বির আহমদ রনি, জকিগঞ্জ পৌর বিএনপির সহ সভাপতি ও জেলা কৃষকদল নেতা মুনিম আহমদ, পৌর সেচ্ছাসেবক দলের আহবায়ক সাহেদুজ্জামান সাহেদ, পৌর যুবদলের সদস্য সচিব মনিরুল ইসলাম রাজন, পৌর ছাত্রদলের আহবায়ক জবরুল ইসলাম ইমন ও সদস্য সচিব মাহবুব আহমদ প্রমূখ।
এছাড়াও মতবিনিময় সভায় আরব আমিরাত উম্মুল কোয়াইন বিএনপির সাধারণ সম্পাদক কয়েছ আহমেদ ও জকিগঞ্জ পৌর বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল গফুরসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এ সময় সাংবাদিক নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন জকিগঞ্জ প্রেসক্লাবের সহ সভাপতি রহমত আলী হেলালী, সহ সাধারণ সম্পাদক মোর্শেদ আলম লস্কর, কোষাধ্যক্ষ আল হাছিব তাপাদার, ক্রীড়া, সংস্কৃতি ও পাঠাগার সম্পাদক আব্দুল্লাহ আল মাসউদ, মোঃ ইউনুছ আলী, মাসুম খাঁন, এম. এ. ওয়াহিদ চৌধুরী, আবু বকর মোঃ ফয়ছল ও ওমর ফারুক প্রমূখ।
Leave a Reply