1. admin@zakiganjsangbad.com : admin :
শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০২:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
আন্দোলনরত ৮ দলের সিলেট বিভাগীয় সমাবেশ সফলের লক্ষে জকিগঞ্জে প্রচার মিছিল ও পথসভা অনুষ্ঠিত অবহেলায় জকিগঞ্জের কমিউনিটি ক্লিনিক: গ্রামের লোকদের প্রয়োজনীয় সেবা দিতে হবে সিলেট-৫ আসনে এনসিপি থেকে মনোনয়ন জমা দিলেন তরুণ সংগঠক শিব্বির আহমদ জকিগঞ্জে ইসলামী যুব আন্দোলনের নবাগত সদস্য সম্মেলন অনুষ্ঠিত নবীগঞ্জ দরুস সুন্নাহ মাদ্রাসার সভাপতি নির্বাচিত হলেন সেলিম আহমদ চৌধুরী আইসিটি’র আন্তর্জাতিক মুখপাত্র হলেন ব্যারিস্টার সাইফ উদ্দিন খালেদ পাঁচ মাস পর কারামুক্ত হলেন সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা আব্দুস সবুর ভুল উত্তরাধিকারী সনদের দায়ে বীরশ্রী ইউপি চেয়ারম্যান ও সদস্য কারাগারে জকিগঞ্জকে ‘প্রথম মুক্তাঞ্চল উপজেলা’ হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে জনসভা অনুষ্ঠিত আমি জকিগঞ্জ-কানাইঘাটের মানুষের হৃদয়ে অবস্থান করতে চাই–চাকসু মামুন

অস্ট্রেলিয়ায় জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা

মুন্না আহমদ
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫

বাংলাদেশ জাতীয়তাবাদী সেচ্ছাসেবক দলের গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৪৫ বছর উদযাপন উপলক্ষে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে জাতীয়তাবাদী সেচ্ছাসেবক দল অস্ট্রেলিয়া শাখা। এ উপলক্ষে রোববার (২৪ আগস্ট) অস্ট্রেলিয়ার লাকেম্বা লাইব্রেরী হলে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
বাংলাদেশ জাতীয়তাবাদী সেচ্ছাসেবক দল অস্ট্রেলিয়া শাখার আহবায়ক মোঃ মশিউর রহমান তুহিনের সভাপতিত্বে ও সদস্য সচিব জাহিদুর রহমানের সঞ্চালনায় সভার শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন স্বেচ্ছাসেবক দল অস্ট্রেলিয়া শাখার যুগ্ম আহ্বায়ক ওয়ারিস মাহমুদ।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সভাপতি এস এম জিলানী।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন- জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক রাজীব আহসান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি ইয়াছিন আলী, আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মোহাম্মদ রাশেদুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান, সেচ্ছাসেবক দলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক (যুগ্ম সম্পাদক পদমর্যাদা) মোহাম্মদ ওমি ফেরদৌস, বিএনপি অস্ট্রেলিয়া শাখার সভাপতি এ এফ এম তাওহীদুল ইসলাম, সাধারণ সম্পাদক মোহাম্মদ হায়দার আলী, সহ-সভাপতি আশরাফুল আলম, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ শফিউল আলম শফিক, ট্রেজারার মঞ্জুরুল আলম, যুগ্ম সাধারণ সম্পাদক ইয়াসির আরাফাত সবুজ, যুবদল অস্ট্রেলিয়া শাখার প্রস্তাবিত আহ্বায়ক মোঃ জাহাঙ্গীর আলম, সদস্য সচিব ফারুক আহমদ খাঁন, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল অস্ট্রেলিয়া শাখার যুগ্ম আহ্বায়ক খাঁজা দাউদ হোসেন, আহসান হাবিব, মোহাম্মদ মোস্তাফিজুর রহমান লাবু, মোহাম্মদ মুরাদ হোসেন, ওয়ারিস মাহমুদ, মোহাম্মদ আলী, মো: মোতাহের হোসেন, সিনিয়র সদস্য মোবারক মিয়া, শাহিনুর রহমান, আনোয়ার হোসেন, যুবদল নেতা মোঃ শরিফুল ইসলাম শিবলী, নিউ সাউথ ওয়েলস শাখার স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মিঠু বেপারী, সদস্য সচিব নুর আলাম, সাবেক সদস্য সচিব আব্দুল হান্নান, সাউথ ওয়েলস শাখার স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মোঃ রুমান হোসেন, সদস্য ফারদিন হোসেইন, তালহা ইবনে তানিম আলী ও রিফাতসহ অন্যান্য নেতৃবৃন্দ।
সভায় প্রধান অতিথির বক্তব্যে এস এম জিলানী বলেন, “বর্তমানে কিছু মহল মিথ্যা অভিযোগের মাধ্যমে দলের সুনাম ক্ষুন্ন করার চেষ্টা করছে এবং আগামী জাতীয় নির্বাচনকে বিলম্ব করার জন্য উদ্দেশ্যমূলক ভাবে গভীর ষড়যন্ত্র করা হচ্ছে। জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের দেশে এবং প্রবাসের সকল নেতাকর্মীকে এ বিষয়ে সজাগ থাকতে এবং দলের বিরুদ্ধে যে কোন ষড়যন্ত্র মোকাবিলা করার জন্য প্রস্তুত থাকতে হবে এবং দৃঢ়তার সাথে সংঘবদ্ধ থাকতে হবে। তিনি সকল সদস্যদের সতর্ক থাকার আহ্বান জানান এবং দলের মূল্যবোধ ও ঐক্য রক্ষায় একত্রিত থাকার উপর গুরুত্বারোপ করেন।
আমন্ত্রিত অতিথি মোহাম্মদ রাশেদুল হক বলেন, “জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল শুরু থেকেই নিষ্ঠার সঙ্গে কাজ করে আসছে। ৪৫ বছর পূর্ণ হয়েছে, তবে সামনে আরও অনেক বাঁধা আসবে, যা সম্মিলিতভাবে মোকাবিলা করতে হবে।” তিনি দলের দীর্ঘ ইতিহাস ও অবদান তুলে ধরে আগামী প্রজন্মকে একত্রিত হয়ে কাজ করার পরামর্শ দেন।
বিশেষ অতিথির বক্তব্যে নাজমুল হাসান বলেন, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল দেশের গন্ডি পেরিয়ে প্রবাসের মাঠিতেও অগ্রনী ভূমিকা পালন করে যাচ্ছে।বিশেষ করে বিগত ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে স্বেচ্ছাসেবক দল অস্ট্রেলিয়া শাখার ভুমিকা ছিল অত্যন্ত প্রশংসনীয়। তিনি স্বেচ্ছাসেবক দল অস্ট্রেলিয়া শাখার সকল নেতৃবৃন্দকে ধন্যবাদ জানান এবং আগামী দিনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান-এর হাতকে শক্তিশালী করার জন্য সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার আহবান জানান।
বিশেষ অতিথি মোহাম্মদ ওমি ফেরদৌস উল্লেখ করেন, “জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল দেশের মানুষের কল্যাণ ও মানুষের সেবায় নিরলসভাবে কাজ করে আসছে। গত ১৭ বছরে সদস্যরা কঠোর পরিস্থিতির মধ্যেও সংযুক্ত থেকে জনগণের সেবায় অবিচল থেকেছেন।” তিনি দলের সদস্যদের ধৈর্য, সাহস ও একতার জন্য প্রশংসা জানান এবং ভবিষ্যতে আরও সক্রিয় থেকে কাজ চালিয়ে যাওয়ার আহ্বান জানান। আলোচনা সভায় অস্ট্রেলিয়া বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও মহিলা দলের সদস্যবৃন্দ অংশ নেন।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
জকিগঞ্জ সংবাদ-এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
প্রতিষ্ঠাতা: রহমত আলী হেলালী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট