জকিগঞ্জ সংবাদ ১৪ বছরে পা রাখছে আগামীকাল। ১৩ বছর আগে ধূমকেতুর মতো হঠাৎ আত্মপ্রকাশ করেছিল এ সাপ্তাহিকটি। প্রথম থেকেই অন্যান্য সাপ্তাহিক পত্রিকার চেয়ে প্রচার সংখ্যায় শীর্ষে পৌঁছে। এ মুহূর্তে জকিগঞ্জে শুধু নয়, সিলেট শহরেও জনপ্রিয় এক নাম “জকিগঞ্জ সংবাদ”। জকিগঞ্জ সংবাদ এখন শুধু মুদ্রণের মধ্যে থেমে নেই। ওয়েবভিত্তিক সংবাদের পাশাপাশি ভিডিও ও ছবি সবই আপলোড করা হচ্ছে ডিজিটাল প্ল্যাটফরমে। জকিগঞ্জ সংবাদ অনলাইন সংস্করণের পাঠকপ্রিয়তাও শীর্ষ কাতারে। জকিগঞ্জবাসীর ভালোবাসায় জকিগঞ্জ সংবাদের কাফেলায় জড়ো হচ্ছে প্রতিনিয়ত বিপুলসংখ্যক পাঠক। জকিগঞ্জের সর্বকালের সবচেয়ে জনপ্রিয় এ সাপ্তাহিকটি পথচলার ক্ষেত্রে সত্যকে মিথ্যার সঙ্গে মিশ্রিত না করার ঐশী নির্দেশনা অনুসরণ করছে। আমরা পাথেয় হিসেবে নিয়েছি জকিগঞ্জের মাটি ও মানুষকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রত্যয়। যা কিছু অসত্য তার বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে এ সাপ্তাহিক। দুর্নীতির বিরুদ্ধে আমাদের লড়াকু ভূমিকায় কখনো ছেদ পড়েনি। অসাম্প্রদায়িক চেতনা এগিয়ে নেওয়ার নিরন্তর চেষ্টা অব্যাহত রেখেছি আমরা। কারও সঙ্গে প্রতিযোগিতা নয়, নিজেকে প্রতিনিয়ত অতিক্রম করাকে জকিগঞ্জ সংবাদ করণীয় ভেবেছে। সাধ ও সাধ্যের বৈপরীত্য প্রত্যাশা পূরণে বহু ক্ষেত্রে বাধা সৃষ্টি করলেও এগিয়ে যাওয়ার সংকল্পে কখনো ছেদ পড়েনি। ১৪ বছরে পদাপর্ণের এ স্মরণীয় দিনে আমরা পাঠকদের আশ্বস্ত করতে চাই- যে কোনো মূল্যে জকিগঞ্জ সংবাদ সত্য, সুন্দর ও কল্যাণের পথে চলা অব্যাহত রাখবে। মানুষের হৃদয়রাজ্যে যে ঠাঁই গড়ে উঠেছে এ সাপ্তাহিকের, তা সমুন্নত রাখাকে কর্তব্য ভাববে। প্রচার সংখ্যায় শীর্ষে থাকার কৃতিত্বে আত্মতৃপ্তি নয়, বরং আরও বেশি দায়িত্বশীল হওয়ার তাগিদ হিসেবে ভাবা হবে। সংবাদ পরিবেশনে সক্রিয় নিরপেক্ষতার নীতিতে অটল থাকতেও আমরা বদ্ধপরিকর। জকিগঞ্জের মূখপাত্র হিসেবে সমৃদ্ধ জকিগঞ্জ প্রতিষ্ঠায় ভ্যানগার্ডের ভূমিকা পালন করবে জকিগঞ্জ সংবাদ। এ লক্ষ্য অর্জনে আমরা সর্বশক্তিমান আল্লাহ পাকের সহায়তা চাই। প্রতিষ্ঠাবার্ষিকীর এই শুভমুহূর্তে দেশ-বিদেশের লাখ লাখ পাঠক, লেখক, বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীর সমর্থন অব্যাহত রাখারও সনির্বন্ধ আবেদন জানাই।
Leave a Reply