1. admin@zakiganjsangbad.com : admin :
বুধবার, ০৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:২৭ অপরাহ্ন
শিরোনাম :
কানাইঘাট সীমান্তে গুলিতে নিহত আব্দুর রহমানের লাশ চারদিন পর ফেরত দিল বিএসএফ জকিগঞ্জে চুরির মালামালসহ চোর আটক জকিগঞ্জের এক মাদ্রাসা ছাত্রী দু’দিন থেকে নিখোঁজ জকিগঞ্জে জমিয়তের বর্ধিত সভায় নির্বাচন পরিচালনা কমিটি গঠন আমলশীদ মানবকল্যাণ সোসাইটির নতুন সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত বিএনপি নেতা সিদ্দিকুর রহমান পাপলুর হার্টে রিং স্থাপন সম্পন্ন নিজের নামে পোস্টার সাঁটানো কঁড়া প্রতিবাদ জানালেন ড. আহমদ আল কবির: ক্ষোব্ধ নেতাকর্মীরা জকিগঞ্জে হাফসা মজুমদার প্রতিভা নিবাস-এর শিক্ষার্থীদের বিদায় ও সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন তারেক রহমানের ৩১ দফা নিয়ে ধানের শীষের ভোট চাইতে হবে- ভিপি মাহবুবুল হক চৌধুরী জকিগঞ্জ-কানাইঘাটবাসীকে যে সুখবর দিলেন ফাহিম আল্ চৌধুরী

জকিগঞ্জের কাছারচক জামে মসজিদের ইমামকে অশ্রুসিক্ত নয়নে বিদায় দিলেন এলাকাবাসী

মোঃ ইউনুছ আলী
  • প্রকাশের সময় : শনিবার, ৩০ আগস্ট, ২০২৫

জকিগঞ্জ উপজেলার সুলতানপুর ইউনিয়নের উত্তর কাছারচক জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা এখলাছুর রহমানেরকে অশ্রুসিক্ত নয়নে গভীর ভালোবাসা ও  শ্রদ্ধায় বিদায় দিয়েছেন এলাকাবাসী। শুক্রবার (২৯ আগস্ট) বাদ জুম্মা মসজিদ প্রাঙ্গণে এক আবেগপূর্ণ বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানের মধ্যদিয়ে তাকে বিদায় জানানো হয়।
এ উপলক্ষে আয়োজিত বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিলেট আঙ্গারজুর আলিম মাদ্রাসার অধ্যক্ষ ও অত্র এলাকার বাসিন্দা মাওলানা হেলাল আহমদ।
হাফিজ ক্বারী আব্দুল ওয়াহিদ-এর উপস্থাপনায় আয়োজিত এ অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন হাফিজ আলী আকবর ও নাতে রাসুল (স.) পরিবেশন করেন হাফিজ ক্বারী তাজেল আহমদ।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সামাদ বাগান বাড়ীর সত্ত্বাধিকারী বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী যুক্তরাজ্য প্রবাসী মোঃ আব্দুর রব।
বিশেষ অতিথি ছিলেন জকিগঞ্জ ফাজিল সিনিয়র মাদ্রাসার সহকারী অধ্যাপক মাওলানা ফারুক আহমদ, গোয়াবাড়ী পশ্চিম জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা ক্বারী হাবিবুর রহমান জাব্বির, উত্তর কাছার চক জামে মসজিদের নবাগত ইমাম ও খতিব মাওলানা আব্দুল হালিম লিমন, গঙ্গাজল হাসানিয়া সিনিয়র মাদ্রাসার শিক্ষক আজিজুল হাকিম, পিল্লাকান্দি জামে মসজিদের ইমাম মাওলানা হুসাইন আহমদ, সাবেক ইউপি সদস্য ও উত্তর কাছার চক জামে মসজিদের সাবেক সভাপতি মোস্তফা কামাল, উত্তর কাছারচক জামে মসজিদের ক্যাশিয়ার মোঃ আব্দুর রহীম, প্রবীণ মুরব্বী হাজী সুরুজ আলী, মখদ্দছ আলী ও রইছ আলী প্রমূখ।
অনুষ্ঠানে বক্তারা বিদায়ী ইমাম মাওলানা এখাছুর রহমান-এর উল্লেখযোগ্য অবদানের কথা তুলে ধরে তাকে একজন আদর্শ শিক্ষক, আদর্শ ইমাম, আদর্শবান ব্যক্তি, পরহেজগার, দ্বীনদার, মুত্তাকী, সত্যবাদী ও সৎ চরিত্রে অধিকারী ব্যক্তি বলে উল্লেখ করেন।
বক্তারা কাছারচক গ্রামের প্রায় দুই হাজার মানুষ ইমাম সাহেবের আদর্শে আদর্শবান হয়ে ইসলাম ও ধর্মের প্রতি মনোযোগী হয়েছেন বলে দাবি করেন। তারা আরও বলেন, শত শত ছাত্র/ছাত্রী বিভিন্ন দ্বীনি প্রতিষ্ঠানে ইসলামী শিক্ষায় মনোনিবেশ করেছেন। ছাত্র-ছাত্রীদেরকে দারুল কেরাতের মাধ্যমে বিশুদ্ধ কোরআন তেলাওয়াত শিক্ষা দিয়েছেন। সাপ্তাহিক ওয়াজ মহফিল, জিকির আযকার ও মিলাদ শরিফের মাধ্যমে মানুষকে আল্লাহ ও রাসুলের প্রতি আকৃষ্ট করেছেন।
অনুষ্ঠান শেষে ইমাম সাহেবকে গ্রামবাসীর পক্ষ থেকে বেশ কয়েকটি সম্মাননা স্মারক, অভিনন্দন পত্র, ক্রেষ্ট, জামা-কাপড় ও নগদ অর্থ প্রদানসহ স্থানীয় এলাকার বিভিন্ন প্রসাধনী সামগ্রী দান করেন। পরে গ্রামবাসী মিছিল সহকারে স্থানীয় গঙ্গাজল বাজার পর্যন্ত ইমাম সাহেবকে পৌছে দেন। পরে একটি মাইক্রো (নোহা) গাড়ি দিয়ে গ্রামের পাঁচজন যুবক ইমাম সাহেবকে নিজের গ্রামের বাড়ি ছাতক পর্যন্ত পৌঁছে দেন।
উল্লেখ্য যে, মাওলানা এখলাছুর রহমান স্থানীয় গঙ্গাজল হাসানিয়া সিনিয়র মাদ্রাসার সহকারী শিক্ষক হিসেবে যোগদানের সুবাদে ২০২১ সালে উত্তর কাছারচক জামে মসজিদের ইমাম ও খতিব হিসেবে নিয়োগ পান। এরপর তিনি দীর্ঘ পাঁচ বছর একজন আদর্শ শিক্ষক হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি একজন খোদাভীরু ও পরহেজগার ইমাম ও খতিব হিসাবে প্রায় পাঁচ বছর উত্তর কাছারচক জামে মসজিদে অতিবাহিত করেন। সম্প্রতি তিনি সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার তাঁর নিজ এলাকায় একটি প্রতিষ্ঠানে প্রমোশনে বদলিজনিত কারণে বিদায় নিতে গেলে এলাকাবাসী এভাবে তাকে সম্মানিত করে রাজকীয় বিদায় দেন।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
জকিগঞ্জ সংবাদ-এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
প্রতিষ্ঠাতা: রহমত আলী হেলালী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট