আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জকিগঞ্জ-কানাইঘাট খেলাফত মজলিসের তৃণমূল প্রতিনিধি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) দুপুরে কানাইঘাট শহরের একটি কমিউনিটি সেন্টারে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। খেলাফত মজলিস সিলেট জেলা শাখার সহ সভাপতি ও সিলেট-৫ নির্বাচন সমন্বয় কমিটির আহ্বায়ক মাওলানা মুখলিছুর রহমানের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন খেলাফত মজলিসের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ডা: এ.এ. তাওসীফ।
প্রধান অতিথির বক্তব্যে ডা: এ.এ. তাওসীফ বলেন,’আল্লাহ পাক আবাবিলের ন্যায় একদল ছাত্রকে দিয়ে আমাদের ঘাড় থেকে এক জগদ্দল পাথর সরিয়েছেন। কিন্তু স্বৈরশাসকের কবল থেকে মুক্তির পর এ জাতিকে আবারো বিভক্ত করার এক সুগভীর ষড়যন্ত্র চলমান। তাই আমাদের সবাইকে সবসময় সতর্ক থাকতে হবে। এ মুহূর্তে অনৈক্য জাতির জন্য কল্যাণকর নয়।’
খেলাফত মজলিস জকিগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা আলাউদ্দিন তাপাদার ও কানাইঘাট উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা আমিমুল ইহসান শামীমের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন- খেলাফত মজলিস সিলেট জেলা সহ সভাপতি মাওলানা আবদুস সালাম, জেলা শাখার উপদেষ্টা শায়খ মাওলানা নূরুল ইসলাম, সিলেট জেলা সহ সাধারণ সম্পাদক মাওলানা অলিউর রহমান, জকিগঞ্জ উপজেলা সভাপতি শায়খ মাওলানা আবদুল মুছাব্বির, কানাইঘাট উপজেলা সভাপতি মাওলানা আমানুর রহমান চৌধুরী, জকিগঞ্জ পৌর শাখা সভাপতি মাওলানা আবদুস সালাম, কানাইঘাট পৌর শাখার সভাপতি মাওলানা আবদুর রহমান, জকিগঞ্জ উপজেলা সহ সভাপতি শায়খ মাওলানা আবদুল জলীল, আহমদ আবদুল কুদ্দুস, জকিগঞ্জ পৌর শাখার সাধারণ সম্পাদক মাওলানা যুবায়ের আহমদ, কানাইঘাট পৌর শাখার সাধারণ সম্পাদক মাওলানা মোহাম্মদ যাকারিয়া, ইসলামী যুব মজলিস জকিগঞ্জ উপজেলা সভাপতি শাহজাহান মোহাম্মদ সেলিম ও সাধারণ সম্পাদক আহমদুল্লাহ গুলজারসহ বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস, যুব মজলিস, শ্রমিক মজলিস সভাপতি-সাধারণ সম্পাদক ও দুই উপজেলার ১৮টি ইউনিয়ন শাখা খেলাফত মজলিসের সভাপতি-সাধারণ সম্পাদকবৃন্দ।
সমাবেশে বক্তারা বলেন, ‘সিলেটের সবচেয়ে অবহেলিত জনপদ জকিগঞ্জ-কানাইঘাটের উন্নয়ন, সর্বক্ষেত্রে ইনসাফের দৃষ্টান্ত স্থাপন ও সংসদে ইসলামের পক্ষে জোরালো ভূমিকা পালনের জন্য সিলেট-৫ আসনে মুফতী আবুল হাসানের কোন বিকল্প নেই। এ আসনে খেলাফত মজলিস অত্যন্ত সুসংহত ও জনগণের কাছে গ্রহণযোগ্য দল। সমাবেশে খলিফায়ে মাদানী আল্লামা আবদুল গাফফার মামরখানী রহ. ও সাবেক এমপি মাওলানা ওবায়দুল হক রহ.’র স্মৃতিবিজড়িত এই আসনে দেয়াল ঘড়ির বিজয়ের লক্ষ্যে ময়দানে যথাযথ ভূমিকা পালনের জন্য কর্মীদের প্রতি নির্দেশ প্রদান কার হয়।
Leave a Reply