1. admin@zakiganjsangbad.com : admin :
বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫, ০৭:০৬ অপরাহ্ন
শিরোনাম :
সুরমা-কুশিয়ারার পানি বিপদসীমার ওপরে জকিগঞ্জে ঝুঁকিতে সুরমা-কুশিয়ারা’র বেড়িবাঁধ জকিগঞ্জের বাইচের নৌকা ডুবে একজন নিখোঁজ কেন্দ্রীয় কার্যালয়ে হামলার প্রতিবাদে জকিগঞ্জে জাতীয় পার্টির বিক্ষোভ মিছিল ও সভা জকিগঞ্জে ভারতীয় বিড়িসহ আটক-১ জকিগঞ্জের জুনেদ চৌধুরী’র মানবিক উদ্যোগ: বেওয়ারিশ মানুষের জন্য জমি দান করলেন ইকবাল দম্পতি! ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সিলেট-৫ আসনে ভোটার বেড়েছে ৭ হাজার ৬৫৭ জন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জকিগঞ্জ-কানাইঘাট খেলাফত মজলিসের তৃণমূল প্রতিনিধি সমাবেশ অনুষ্ঠিত জকিগঞ্জে আল-মাদানী পরিষদ, আমলশীদ-এর কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ার পর রাষ্ট্রীয়ভাবে চিকিৎসা সেবা নিশ্চিত করা হবে-ড. এনামুল হক চৌধুরী একটি সুস্থ ও উন্নত সমাজ গঠনে লেখা-পড়ার কোন বিকল্প নেই-ড. মো. সাজেদুল করিম

সুরমা-কুশিয়ারার পানি বিপদসীমার ওপরে জকিগঞ্জে ঝুঁকিতে সুরমা-কুশিয়ারা’র বেড়িবাঁধ

রহমত আলী হেলালী
  • প্রকাশের সময় : বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫

সিলেটের জকিগঞ্জে ভারত থেকে নেমে আসা উজানের পাহাড়ি ঢল ও ভারি বর্ষণে সুরমা-কুশিয়ারা নদীর পানি ক্রমেই বৃদ্ধি পাচ্ছে। ফলে টেকসই বেড়িবাঁধ না থাকায় যে কোন সময় সুরমা-কুশিয়ারার প্রতিরক্ষা বাঁধ ভেঙে লোকালয়ে পানি ঢুকার ঝুঁকিতে রয়েছেন জকিগঞ্জবাসী।
বুধবার (১৭ সেপ্টেম্বর) সকাল পর্যন্ত সুরমা ও কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ৯৫ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। উজানে এমন ভারি বৃষ্টিপাত অব্যাহত থাকলে জকিগঞ্জে সুরমা-কুশিয়ারা নদীর তীরবর্তী ও নিম্নাঞ্চলে বন্যা হওয়ার সম্ভাবনা রয়েছে।
সরেজমিন জকিগঞ্জ উপজেলার বারঠাকুরী ইউনিয়নের আমলশীদ, পিল্লাকান্দি, সুলতানপুর ইউনিয়নের ইছাপুর, জকিগঞ্জ সদর ইউনিয়নের রারাই, বাখরশাল, শষ্যকুঁড়ি, পৌরসভার কাস্টমঘাট, খলাছড়া ইউনিয়নের পশ্চিম লোহারমহল ও বীরশ্রী ইউনিয়নের সুপ্রাকান্দি, মাঝরগ্রাম ঘুরে দেখা গেছে, গত তিন দিনে সুরমা-কুশিয়ারা নদীর পানি বেড়ে নদীর প্রতিরক্ষা বাঁধ ঝুঁকিপূর্ণ করে তুলেছে। কিছু কিছু জায়গায় পানি উন্নয়ন বোর্ডের নির্মিত বন্যা নিয়ন্ত্রণ বাঁধ উঁচু থাকায় মানুষ কিছুটা স্বস্তিতে রয়েছেন। তবে, চলতি বছরের বিগত বন্যায় কুশিয়ারা নদীর ভেঙে যাওয়া পাঁচটি ডাইক (বন্যা নিয়ন্ত্রণ বাঁধ) এখনো শতভাগ কাজ না হওয়ায় যে কোন সময় ভেঙে যেতে পারে বলে আশঙ্কা এলাকাবাসীর।
জকিগঞ্জের সুরমা-কুশিয়ারা নদীর উৎসমুখ আমলশীদ পয়েন্টে গিয়ে দেখা যায়, ভারত থেকে নেমে আসা বরাক নদীর পানি তীব্র গতিতে নামছে। বরাকের প্রায় ৭০ ভাগ পানি কুশিয়ারায় ও প্রায় ৩০ ভাগ সুরমায় প্রবাহিত হয়।
স্থানীয় এলাকাবাসী সুরমা ও কুশিয়ারায় পানি বৃদ্ধি অব্যাহত থাকায় অসময়ে বন্যার আশঙ্কা করছেন। এবার বন্যা হলে সবচেয়ে বেশী ক্ষতিগ্রস্থ হবেন এলাকার কৃষকরা। আমন চারা পানিতে তলিয়ে গেলে আগামীতে এই অঞ্চলে খাদ্য সংকট দেখা দিতে পারে বলে অনেকে মনে করেন।
জকিগঞ্জ সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাসান আহমদ জানান, আমার ইউনিয়ন সবচেয়ে বেশী নদী ভাঙনের ঝুঁকিতে রয়েছে। তবে এখন পর্যন্ত কোথাও বেড়িবাঁধ ভাঙেনি। কিছু কিছু জায়গায় পুরাতন ডাইকের উপর দিয়ে পানি আসতে শুরু করলেও লোকজন বস্তা দিয়ে পানি আটকে রেখেছেন। বৃষ্টিপাত বন্ধ না হলে ডাইক ভেঙে লোকালয়ে পানি ঢুকে যেতে পারে বলে আশঙ্কা করেন তিনি।
জকিগঞ্জে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)’র দায়িত্বে থাকা উপ-সহকারি প্রকৌশলী মোঃ মাহফুজুর রহমান ভূইয়া জানান, মঙ্গলবার আমলশীদ পয়েন্টে সুরমা নদীর পানি বিপদসীমার ৯৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হলেও বুধবার দুপুর থেকে পানি কিছুটা কমতে শুরু করেছে। বর্তমানে আমলশীদ পয়েন্টে বিপদসীমার ৭৩ সেন্টিমিটার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে।
পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী দীপক রনজন দাস জানান, ‘কুশিয়ারার পানি বৃদ্ধির ফলে ইছাপুর এলাকার অবস্থা কিছুটা খারাপ। তবে আশা করছি আজকের মধ্যেই বন্যা পরিস্থিতির উন্নতি হবে। বুধবার দুপুর থেকে জকিগঞ্জে রোদ দেখা দেওয়ায় বড় ধরনের কোন বন্যা হবেনা বলে আশা করা যাচ্ছে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
জকিগঞ্জ সংবাদ-এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
প্রতিষ্ঠাতা: রহমত আলী হেলালী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট