জকিগঞ্জ উপজেলার ৩নং কাজলসার ইউনিয়নের আটগ্রাম এলাকায় পিকআপ ও টমটমের মুখোমুখি সংঘর্ষে ৪ জন যাত্রী আহত হওয়ার খবর পাওয়া গেছে। বুধবার (১০ সেপ্টেম্বর) বিকেল চারটার দিকে সিলেট-জকিগঞ্জ সড়কে মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, একটি কোম্পানির পিকআপ গাড়ি ও যাত্রীবাহী একটি ব্যাটারী চালিত টমটম গাড়ি মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের টমটম গাড়িটি দুমড়ে-মুচড়ে যায় এবং যাত্রীরা সড়কে ছিটকে পড়েন। স্থানীয় এলাকাবাসী তাৎক্ষণিক আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠান। তবে আহতদের নাম পরিচয় জানা যায়নি।
এলাকাবাসীর অভিযোগ করে বলেন, সড়কে বেপরোয়া গতি, চালকদের অসচেতনতা ও আইন না মানার কারণে প্রতিনিয়ত এমন দুর্ঘটনা ঘটছে। তারা দ্রুত প্রশাসনের নজরদারি বাড়ানোর দাবি জানান।
Leave a Reply