সংযুক্ত আরব আমিরাত বিএনপির আহ্বায়ক ও সিলেট-৫ (জকিগঞ্জ-কানাইঘাট) আসনে বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী জাকির হোসাইন বলেছেন, ‘আগামীতে বিএনপি ক্ষমতায় গেলে ইমাম ও মোয়াজ্জিনদের উন্নয়নকেই সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে।’ তিনি ইমামদের সামাজিক মর্যাদা ও আর্থিক সুরক্ষা নিশ্চিত করতে দলীয় অঙ্গীকারের কথাও তুলে ধরেন। তিনি বলেন, ‘বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সবসময় ইমাম মোয়াজ্জিনদের প্রতি শ্রদ্ধাশীল।’
শনিবার (২০ সেপ্টেম্বর) সকাল ১১টায় জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারস্থ একটি কমিউনিটি সেন্টারে উপজেলার কসকনকপুর, বারঠাকুরী, মানিকপুর, কাজলসার ও বারহাল ইউনিয়নের ইমাম ও মোয়াজ্জিনদের অংশগ্রহণে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ইনামতি জামেয়া ইসলামিয়া কওমিয়া মাদ্রাসার মুহতমীম ও ইনামতি প্রধান জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা আব্দুল মুমিন-এর সভাপতিত্বে ও ইছামতি দারুল উলুম কামিল মাদ্রাসার জিএস মায়রুফ আহমদ-এর উপস্থাপনায় অনুষ্ঠানে প্রধান আলোচক হিসাবে বক্তব্য রাখেন ইছামতি দারুল উলুম কামিল মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা আতিকুর রহমান সিদ্দিকী।
‘ইমাম-মোয়াজ্জিনদের উন্নয়ন, ভবিষ্যৎ ও করণীয়’ শীর্ষক ব্যতিক্রমধর্মী এ মতবিনিময় সভায় স্থানীয় মসজিদের প্রায় দুইশতাধিক ইমাম ও মোয়াজ্জিনগণ উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় গত ১৭ বছরে বিভিন্ন ক্ষেত্রে অবহেলা ও নানা ধরনের নির্যাতনের শিকার হওয়া কয়েকজন ইমাম ও মোয়াজ্জিন নিজেদের অভিজ্ঞতা তুলে ধরেন। তারা ধর্মীয় দায়িত্ব পালনের পথে যে চ্যালেঞ্জ ও প্রতিবন্ধকতার মুখোমুখি হয়েছেন, সেসব বিষয়ে খোলামেলা বক্তব্য দেন এবং ন্যায্য অধিকার ও নিরাপত্তা নিশ্চিতে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন। অংশগ্রহণকারীরা আশা প্রকাশ করেন, এমন উদ্যোগ ইমাম-মোয়াজ্জিনদের নৈতিক শক্তি ও নেতৃত্বকে আরও সুদৃঢ় করবে এবং মসজিদ কেন্দ্রিক সামাজিক অগ্রযাত্রায় নতুন দিগন্ত উন্মোচন করবে।
মতবিনিময় সভায় অন্যান্য বক্তারা মসজিদকে কেন্দ্র করে সমাজ সংস্কার, নৈতিকতা ও শিক্ষা বিস্তারে ইমাম-মোয়াজ্জিনদের ভূমিকা, তাদের পেশাগত উন্নয়ন এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করেন।
সভা শেষে কালিগঞ্জ বাজার জামে মসজিদের সানি ইমাম মাওলানা মাসুক উদ্দিন দোয়া পরিচালনা করেন।
Leave a Reply