জকিগঞ্জে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সকাল ১১ ঘটিকায় উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহবুবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা স্বাভাবিক রাখতে সবার সহযোগিতা কামনা করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন জকিগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মুফতি আবুল হাসান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এসএম আব্দুল আহাদ, জকিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জহিরুল ইসলাম মুন্না, জকিগঞ্জ পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের ডিজিএম মোহাম্মদ ছারওয়ার জাহান, জকিগঞ্জ বিজিবি’র প্রতিনিধি সুবেদার নওশের আহমদ, উপজেলা প্রকৌশলী এস এম মুজিবুর রহমান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা বিনয় ভূষণ দাস, সিলেট জেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আকরাম আলী, জকিগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীরমুক্তিযোদ্ধা ফজলুর রহমান, কসকনকপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুস সাত্তার মঈন, জকিগঞ্জ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাসান আহমদ, উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ ফখর উদ্দিন, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা দিব্যেন্দু ভট্টাচার্য মিঠুন, জকিগঞ্জ প্রেসক্লাবের সহ সভাপতি রহমত আলী হেলালী, উপজেলা মহিলা অধিদপ্তরের দেলোয়ার হোসেন, মানিকপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুস শহীদ, বীরশ্রী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আব্দুল জলিল, সিলেট জেলা বিএনপির উপদেষ্টা অধ্যাপক বদরুল হক বাদল, জকিগঞ্জ উপজেলা খেলাফত মজলিসের সেক্রেটারি মাওলানা আলাউদ্দিন তাপাদার, জকিগঞ্জ উপজেলা ইসলামী আন্দোলনের সেক্রেটারি মাওলানা জয়নুল ইসলাম, জকিগঞ্জ উপজেলা জমিয়তে উলামায়ে ইসলামের সহ সেক্রেটারি সাংবাদিক কেএম মামুন, জকিগঞ্জ উপজেলা জামায়াতের প্রতিনিধি পৌর যুব বিভাগের সভাপতি মিজানুর রহমান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জুবায়ের আহমদ, এনসিপি শ্রমিক উইংয়ের কেন্দ্রীয় সংগঠক শিব্বির আহমদ ও ইসলামিক ফাউন্ডেশনের সুপারভাইজার জাকির হোসেনসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, প্রশাসনিক কর্মকর্তা ও সাংবাদিক নেতৃবৃন্দ। সভায় আইনশৃঙ্খলা রক্ষা, মাদক নির্মূল, যানজট নিরসন, সড়ক দূর্ঘটনা রোধ ও চোরাচালান বন্ধসহ সামাজিক অবক্ষয় রোধে জুয়া নির্মূলে বিভিন্ন আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
Leave a Reply