হিন্দু ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে জকিগঞ্জ উপজেলার সুলতানপুর ইউনিয়নের বিভিন্ন মন্ডপে আর্থিক অনুদান প্রদান করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল অস্ট্রেলিয়া শাখার সদস্য সচিব সমাজসেবী জাহিদুর রহমান।
এ উপলক্ষে শুক্রবার (২৬ সেপ্টেম্বর) রাত ৯ ঘটিকায় জকিগঞ্জ উপজেলার পল্লিশ্রী বাজারে ৬নং সুলতানপুর ইউনিয়ন পুজা উদযাপন পরিষদের সভাপতি চিকন বিশ্বাসের সভাপতিত্বে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় জকিগঞ্জ উপজেলার ৬নং সুলতানপুর ইউনিয়নের ১০টি পুজা মন্ডপে অস্ট্রেলিয়া প্রবাসী জাহিদুর রহমানের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে আর্থিক অনুদান প্রদান করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জকিগঞ্জ উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক সামছুল ইসলাম লেইছ। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জকিগঞ্জ উপজেলা পুজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক রাজস্ব বিশ্বাস।
বক্তব্য রাখেন উপজেলা সেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক শাহাবুদ্দিন আহমদ সাবু, বাবুল বিশ্বাস ও সুমন বিশ্বাস।
সভায় বক্তারা বলেন, “জকিগঞ্জ ধর্মীয় সৌহার্দ্য ও সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত। প্রবাসীর এই উদ্যোগ আমাদের পারস্পরিক সম্প্রীতি আরও সুদৃঢ় করবে।”
অনুষ্ঠান শেষে উপস্থিত সকলেই প্রবাসীর এই মহৎ উদ্যোগকে ধন্যবাদ জানিয়ে পূজা উদযাপনকে সফল করার প্রত্যাশা ব্যক্ত করেন।
Leave a Reply